অনেকে যখন প্রহর গুনছেন, ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের নতুনরূপে আবিষ্কারের, ঠিক তখনই এসেছে দুঃসংবাদ। আলোচিত এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে দীপিকাকে! এ খবর শুনে হতাশ অনেকে। কেন এই বলিউড তারকাকে সিনেমা থেকে বাদ দেওয়া হলো?

এ প্রশ্ন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নেটিজেনদের কেউ আবার বিষয়টি নিয়ে দুষছেন পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাকে। আর তা নজরে পড়তেই, দীপিকাকে বাদ দেওয়ার কারণ খোলাসা করেছেন নির্মাতা।

ভারতীয় সংবাদমাধ্যম এ সময় অনলাইনে জানিয়েছে, ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা যেসব শর্ত জুড়ে দিয়েছেন, তা মেনে নেওয়া সম্ভব নয়। তাই দীপিকাকে নিয়ে কাজ করার ইচ্ছা থাকলে, শেষমেষ সেই ইচ্ছাকে জলাঞ্জলি দিতে হয়েছে। বাধ্য হয়ে অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে কাজ করার কথা ভাবতে হয়েছে। এই সময় অনলাইন আরও জানিয়েছে, পরোক্ষভাবে  সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে ‘ডার্টি গেম’ খেলার অভিযোগে বিদ্ধ করেছেন সন্দীপ।

এক্সের একটি পোস্টে সন্দীপ লিখেছেন, ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট লঙ্ঘন করেছেন তিনি।’ দীপিকার ‘ফেমিনিজম’কেও প্রশ্ন করেছেন বঙ্গা।

এদিকে কিছুদিন আগে শোনা গিয়েছিল, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সন্দীপের আগামী ছবি ‘স্পিরিট’-এর হাত ধরেই কামব্যাক করবেন দীপিকা। ছবির চিত্রনাট্য পছন্দও হয়েছিল অভিনেত্রীর। কিন্তু পরবর্তী সময়ে কিছু শর্ত চাপিয়ে ছিলেন তিনি। যেমন– হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় সংলাপ বলবেন না। পারিশ্রমিক ছাড়াও সিনেমার লভ্যাংশের ভাগ দিতে হবে তাঁকে। দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। অভিনেত্রীর এসব শর্ত পরিচালকের সিদ্ধান্ত বদলের বিষয়ে ভূমিকা রেখেছে।

নায়িকা বদলে ফেলে এক্স হ্যান্ডলে সন্দীপ লিখেছেন, ‘অবশেষে স্পিরিট-এর নায়িকা চূড়ান্ত হলো’। অবশ্য তাঁর পোস্টে নায়িকার নাম উল্লেখ করেননি। কিন্তু হালের আলোচিত তারকা তৃপ্তি সেই পোস্ট শেয়ার করায়, আসল ঘটনা অনেকে বুঝে ফেলেছেন। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, তৃপ্তি যখন সন্দীপকে ট্যাগ করে লিখেছেন, ‘আমাকে এই জার্নিতে ভরসা এবং বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ এই ছবির অংশ হতে পেরে।’ 

উল্লেখ্য, সন্দীপের পরিচালনায় ‘অ্যানিম্যাল’ সিনোময় অভিনয় করে দর্শক হৃদয়ে ঝড় তুলেছিলেন তৃপ্তি। যার সুবাদে তৃপ্তি শুরু থেকেই ছিলেন পরিচালকের সুনজরে। ‘স্পিরিট’-এ দীপিকার বাদ পড়ায় তা আবারও প্রমাণ হলো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ