রাজধানীতে বাস-অটোরিকশার ধাক্কায় আহত সমকাল সাংবাদিক, মোটরসাইকেল নিয়ে পালাল চোর
Published: 28th, May 2025 GMT
রাজধানীর মুগদায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সমকাল সাংবাদিক আবদুল হামিদ (২৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত মোটরসাইকেলে করে অফিসের কাজে যাওয়ার সময় মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে এই ঘটনা ঘটে। সড়কে ছিটকে পড়ে যাওয়ার পর চোর তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ অ্যন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল হামিদ দৈনিক সমকালের ক্রাইম বিভাগে রিপোর্টার হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।
হাসপাতালে ভর্তি সাংবাদিক আব্দুল হামিদ জানান, অফিসের কাজে ব্যক্তিগত মোটরসাইকেলে করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তিনি। মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে পৌঁছালে উল্টোপথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর পরই একটি বাস এসে পেছন থেকে সাংবাদিকের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে হামিদ সড়কের এক পাশে ছিটকে পড়ে যান। তার ডান হাত এবং ডান পা গুরুতর জখম হয়। এ সময় আশপাশে উৎসুক জনতা ভিড় করলে তাদের সঙ্গে কথা বলার মাঝেই সাংবাদিকের মোটরসাইকেলটি উধাও হয়ে যায়। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির দেখা মেলেনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে মুগদা মেডিকেল কলেজ অ্যন্ড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার ডান হাতে এবং ডান পায়ে মারাত্মক জখম হয়েছে এবং কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার পর বাসচালক বাস নিয়ে পালিয়ে গেলেও ব্যাটারিচালিত রিকশাচালককে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
হামিদ বলেন, তার মোটরসাইকেলটি লাল রঙের ইয়ামাহা এফজেডএস ভার্সন-থ্রি ডিলাক্স মডেলের। মাত্র কয়েক মাস আগেই তিনি মোটরসাইকেলটি কিনেছেন। আজ এটির তৃতীয় সার্ভিসিংয়ের জন্য ইয়ামাহা সার্ভিস সেন্টারে দুপুর দেড়টার দিকে বুকিং দেওয়া ছিল। কিন্তু তার আগেই মোটরসাইকেলটি চুরি হয়ে গেল।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সমকালকে বলেন, সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কে বা কারা মোটরসাইকেল নিয়ে গেছে তাদেরকে আইনের আওতায় এনে মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যাটারিচালিত রিকশাচালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বাসচালক বা রিকশাচালকের কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫