রাজধানীতে বাস-অটোরিকশার ধাক্কায় আহত সমকাল সাংবাদিক, মোটরসাইকেল নিয়ে পালাল চোর
Published: 28th, May 2025 GMT
রাজধানীর মুগদায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সমকাল সাংবাদিক আবদুল হামিদ (২৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত মোটরসাইকেলে করে অফিসের কাজে যাওয়ার সময় মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে এই ঘটনা ঘটে। সড়কে ছিটকে পড়ে যাওয়ার পর চোর তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ অ্যন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল হামিদ দৈনিক সমকালের ক্রাইম বিভাগে রিপোর্টার হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।
হাসপাতালে ভর্তি সাংবাদিক আব্দুল হামিদ জানান, অফিসের কাজে ব্যক্তিগত মোটরসাইকেলে করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তিনি। মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে পৌঁছালে উল্টোপথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর পরই একটি বাস এসে পেছন থেকে সাংবাদিকের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে হামিদ সড়কের এক পাশে ছিটকে পড়ে যান। তার ডান হাত এবং ডান পা গুরুতর জখম হয়। এ সময় আশপাশে উৎসুক জনতা ভিড় করলে তাদের সঙ্গে কথা বলার মাঝেই সাংবাদিকের মোটরসাইকেলটি উধাও হয়ে যায়। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির দেখা মেলেনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে মুগদা মেডিকেল কলেজ অ্যন্ড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার ডান হাতে এবং ডান পায়ে মারাত্মক জখম হয়েছে এবং কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার পর বাসচালক বাস নিয়ে পালিয়ে গেলেও ব্যাটারিচালিত রিকশাচালককে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
হামিদ বলেন, তার মোটরসাইকেলটি লাল রঙের ইয়ামাহা এফজেডএস ভার্সন-থ্রি ডিলাক্স মডেলের। মাত্র কয়েক মাস আগেই তিনি মোটরসাইকেলটি কিনেছেন। আজ এটির তৃতীয় সার্ভিসিংয়ের জন্য ইয়ামাহা সার্ভিস সেন্টারে দুপুর দেড়টার দিকে বুকিং দেওয়া ছিল। কিন্তু তার আগেই মোটরসাইকেলটি চুরি হয়ে গেল।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সমকালকে বলেন, সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কে বা কারা মোটরসাইকেল নিয়ে গেছে তাদেরকে আইনের আওতায় এনে মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যাটারিচালিত রিকশাচালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বাসচালক বা রিকশাচালকের কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন ডিএনসিসির
আকস্মিক অতি বৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার রাতে ডিএনসিসির মুখপাত্র মো: জোবায়ের হোসেন জানান, কোন এলাকায় জলবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হট লাইন নম্বার ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নাম্বারে 01733982486 ফোন করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ঢাকা উত্তরের কোন অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সাথে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব প্রস্তুতি থাকার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।