আসছে নতুন একটি বিসিএস। এই বিসিএস ৪৮তম বিশেষ বিসিএস। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই বিসিএস থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে।

তিন হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন। আগামীকাল বৃহস্পতিবারই এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বলে পিএসসি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।

পিএসসি জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এ জন্য বিদ্যমান বিধিমালা সংশোধন করে গতকাল মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। প্রতিটি এমসিকিউয়ের জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

পরীক্ষার ধরন ও পরীক্ষার নম্বরের বিষয়ে পিএসসির একজন কর্মকর্তা বলেন, ৪৮তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সাধারণ বিষয়ে ১০০ নম্বরের বণ্টন হবে—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ প এসস

এছাড়াও পড়ুন:

৪৮তম বিসিএস (বিশেষ)–এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৬ আগস্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এ পরীক্ষায় সহকারী ডেন্টাল সার্জন ক্যাডার পদে ৫১১ প্রার্থী ও সহকারী সার্জন ক্যাডার পদে ১৯১ প্রার্থীসহ মোট ৭০২ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট শুরু হবে। এরপর ৭ ও ১০ আগস্টেও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা।

পরীক্ষার ভেন্যু

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা

*মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফরম ও অন্যান্য প্রয়োজনীয় সব সনদের ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। একই সঙ্গে মূল সনদগুলো প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে।

*প্রার্থীদের অনলাইনে BPSC Form-3 পূরণ করে এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

আরও পড়ুনএমিরেটস নেবে ১৭৩০০ কর্মী, পাইলট–কেবিন ক্রুর বেতন কত ২৬ জুলাই ২০২৫

*কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং তাতে নিজ মৌখিক পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।

*সংশ্লিষ্ট সব কাগজপত্রসহ ফরম জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

*মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে

আরও পড়ুনবাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন নিয়োগ, অফিস ৫ ঘণ্টা২৪ জুলাই ২০২৫আরও পড়ুনবাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ, নেবে ১৮২ জন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে সংশোধনী দিল পিএসসি
  • ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ৬ আগস্ট
  • ৪৮তম বিসিএস (বিশেষ)–এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৬ আগস্ট