যশোরে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে আটকাদেশ দিলেন জেলা ম্যাজিস্ট্রেট
Published: 28th, May 2025 GMT
আওয়ামী লীগ সমর্থিত যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু সিদ্দিককে ডিটেনশন (আটকাদেশ) দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) মো. আজহারুল ইসলাম আজ বুধবার বিকেলে ৩০ দিনের জন্য আটকাদেশ দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে হৈবতপুর এলাকা থেকে আবু সিদ্দিককে আটক করে যশোর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আটকাদেশে উল্লেখ করা হয়, আবু সিদ্দিক যশোর জেলা আওয়ামী লীগের কট্টর সদস্য। তিনি যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের ঘনিষ্ঠ সহচর। আবু সিদ্দিক পলাতক শেখ হাসিনার ভিডিও বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বর্তমান সরকারকে উৎখাত করে তাঁদের নেত্রীকে (শেখ হাসিনা) দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনায় সচেষ্ট রয়েছেন। তার অংশ হিসেবে ছাত্রলীগ, যুবলীগের কতিপয় সদস্য নিয়ে জেলার বিভিন্ন এলাকায় কখনো প্রকাশ্যে কখনো ছদ্মবেশে ও আত্মগোপনে থেকে রাষ্ট্রের নিরাপত্তাজনিত তথা জনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য পরিচালনা করছেন।
আটকাদেশে উল্লেখ করা হয়, উক্ত ব্যক্তি তাঁর দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশে অস্থির ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করে আসছেন। এ কারণে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ক্ষতিকর কার্যকলাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আবু সিদ্দিককে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৫৪ ধারায় আটক করা হয় এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ৩(২) ধারা মোতাবেক ডিটেনশনের (আটকাদেশের) জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। আবেদনটি মঞ্জুর করে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূইয়া আবু সিদ্দিকের আটকাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী, ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যেকোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আটক দ শ
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ