সাত বছর আগে সৌদি আরবে শ্রমিক হিসেবে গিয়েছিলেন আবদুল জব্বার সরদার (৪৫)। বিমানবন্দর নেমেই তাঁকে ক্লিনারের কাজে লাগিয়ে দেওয়া হয়। পরে তিনি বুঝতে পারেন, দালালেরা তাঁকে বিমানবন্দরের ‘ক্লিনার’ হিসেবে বেচে দিয়েছেন। তিন বছর পর শূন্য হাতে তাঁকে বিমানবন্দর থেকে বিদায় করে দেওয়া হয়। হঠাৎ দেখা পাওয়া এলাকার এক ব্যক্তির মাধ্যমে পরে অন্যত্র কাজ পেলেও সুদিনের আর দেখা পাননি রাজশাহীর তানোর উপজেলার হিরানন্দপুর গ্রামের বাসিন্দা জব্বার সরদার।

এক বছর আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) ভর্তি করা হয়। এই খবর পেয়ে স্বামীকে ফেরাতে সরকারের এক দপ্তর থেকে আরেক দপ্তরে ছোটাছুটি শুরু করেন স্ত্রী। তাঁর চেষ্টায় অচেতন অবস্থায় দেশে ফিরেছেন জব্বার সরদার। গত রোববার (২৬ মে) তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

জব্বার সরদার একজন কৃষিশ্রমিক ছিলেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি তিনি সৌদি আরবে যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে এবার এসএসসি পরীক্ষা দেবে।

এক বছর ধরে অচেতন স্বামীকে দেশে ফেরানোর লড়াই করতে গিয়ে স্ত্রী আদরি খাতুন দিশাহারা হয়ে পড়েছেন। হয়েছেন ঋণগ্রস্ত। গতকাল বুধবার (২৮ মে) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের বাইরে বসে সেই কাহিনি বলতে গিয়েই তিনি হাঁপিয়ে ওঠেন। জানান, তাঁরা প্রথমে বুঝতে পারেননি যে দালালের খপ্পরে পড়েছেন। তিন বছরে বিনা পয়সায় তাঁর স্বামীকে দিয়ে বিমানবন্দরে ক্লিনারের (পরিচ্ছন্নতাকর্মী) কাজ করানো হয়। তারপর খালি হাতে বিদায় দেওয়া হয়। তখন দেশে ফেরারও কোনো উপায় ছিল না। ফিরিয়ে আনার মতো টাকাও বাড়িতে ছিল না। ধারদেনা করে সাত লাখ টাকা জোগাড় করে বিদেশে গিয়েছিলেন জব্বার সরদার। সেই ঋণও শোধ হয়নি।

জব্বার সরদার ও আদরি খাতুন দম্পতি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ