টেবিলভর্তি খাবার মাথায় নিয়ে হাজির হন তিনি
Published: 29th, May 2025 GMT
কখনো হাতে ধরা থালায়, আবার কখনো ট্রেতে রাখা থালা-বাটিতে রেস্তোরাঁগুলোতে অতিথিদের খাবার পরিবেশন করা হয়। কিন্তু খাবার-পানীয়, থালা-বাটি-চামচ সাজানো আস্ত টেবিল মাথায় করে অতিথিদের সামনে হাজির হওয়ার কথা কখনো শুনেছেন কী।
দারুণ দক্ষতায় কাজটি করে নিজের রেস্তোরাঁয় আসা অতিথিদের রীতিমতো চমকে দেন দক্ষিণ কোরিয়ার ক্যাং জিন-গিউ। রাজধানী সিউলের কাছে উইদং ভ্যালিতে তাঁর রেস্তোরাঁটি এখন পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়।
রেস্তোরাঁর রান্নাঘর থেকে খাবারের জন্য অপেক্ষমাণ অতিথিদের টেবিল পর্যন্ত খাবারসহ একটার পর একটা থালা-বাটি আনতে ক্যাংকে বেশ কয়েকবার রান্নাঘর থেকে খাবারের জায়গায় রাখা টেবিল পর্যন্ত যাতায়াত করতে হতো। বারবার এই হাঁটাহাঁটি ৫৫ বছর বয়সী ক্যাংয়ের পছন্দ হচ্ছিল না, হাত-পায়ে ব্যথাও হচ্ছিল। এই ঝামেলা এড়াতে অভিনব এক উপায় খুঁজে বের করেন তিনি।
ক্যাং আগে টেবিলের ওপর খাবারদাবার, থালা-বাটি-চামচ সব সাজান। এরপর আস্ত টেবিল মাথায় তুলে নিয়ে অপেক্ষমাণ অতিথির সামনে হাজির হন।
ক্যাং ১০ জনের জন্য ‘ফুল কোর্স’ খাবার পরিবেশন করা আছে, এমন একটি লম্বা টেবিল মাথায় নিয়ে চলতে পারেন। টেবিলের ওজন কিন্তু নেহাত কম নয়। খাবার ভর্তি এমন একেকটি টেবিলের ওজন ৩৬ কেজি পর্যন্ত হয়।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এসবিএস বলেছে, ক্যাং প্রতিদিন অন্তত দেড় শ বার খাবারসহ টেবিল মাথায় নিয়ে অতিথিদের সামনে হাজির হন। তিনি এমনকি টেবিল মাথায় নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা-নামাও করতে পারেন।
ক্যাং বলেন, আগে তিনি হাতে করে খাবার বহন করতেন। তাঁর হাত ব্যথা করতে শুরু করলে তিনি মাথায় করে টেবিল বহনের বুদ্ধি বের করেন।
কীভাবে মাথার ওপর টেবিলের ভারসাম্য রাখেন, সেই রহস্যও প্রকাশ করেছেন তিনি। বলেছেন, তিনি মাথার ঠিক মাঝখানে নয়, বরং মাথা কিছুটা কাত করে টেবিল বহন করেন।
অনেক অতিথি ক্যাংয়ের এই বিশেষ দক্ষতাকে চ্যালেঞ্জও করে বসেন। কিন্তু অপেক্ষাকৃত ছোট এবং হালকা টেবিল মাথায় নিয়েও অতিথিরা তাঁর মতো করে খাবার বহন করতে পারেন না বলে দাবি করেন তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫