আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠেছিল যে গোলকিপারের গায়ে
Published: 30th, May 2025 GMT
১০
ফুটবল মাঠে এটি শুধুই একটি সংখ্যা নয়। ১০ নম্বর জার্সি গায়ে চড়াতে চান না, এমন ফুটবলার খুঁজে পাওয়া দায়। তবে চাইলেই তো হয় না, সাধারণত এই জার্সি গায়ে ওঠাতে দলের সেরা খেলোয়াড় হওয়াটাই মূল যোগ্যতা।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কথাই ধরা যাক। দেশটির ইতিহাসের সেরা দুই ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি। দুই প্রজন্মের দুই বিশ্বকাপজয়ী তো ১০ নম্বর জার্সি পরেই খেলতেন। তবে ম্যারাডোনা আর মেসি তো আর সব ম্যাচ খেলেননি। আর ম্যারাডোনার খেলা ছাড়ার পর ও মেসির গায়ে ১০ নম্বর ওঠার আগে মাঝের সময়টায়ও তো ১০ নম্বর জার্সিটা তুলে রাখা হয়নি। তাই কেউ না কেউ ১০ নম্বর জার্সিটা পরেছেনই। তাঁদের মধ্যে হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা, পাবলো আইমার, সের্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়ার মতো পরিচিতরা যেমন আছেন, তেমনি আছেন মার্সেলো এসপিনা ও নাচো গঞ্জালেসের মতো অখ্যাতরাও।
তাঁদের মধ্যে নাচো গঞ্জালেস নামটা আলাদা করেই উল্লেখ করতে হয়। না, তিনি শুধু আর্জেন্টিনার জার্সিতে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন বলেই নয়, মাঠে তাঁর পজিশনই ব্যতিক্রম বানিয়েছে। নাচো গঞ্জালেস যে গোলকিপার ছিলেন। ১৯৯৭ সালে কোপা আমেরিকায়ও খেলেছেন আর্জেন্টিনার হয়ে।
একজন গোলকিপারের গায়ে ১০ নম্বর জার্সি। সেটিও তিনবারের বিশ্বকাপজয়ী একটি দলের। শুধু আর্জেন্টিনাতেই নয়, আন্তর্জাতিক ফুটবল ইতিহাসেই এমন কিছু আর দেখা যায়নি।
আরও পড়ুন‘শাকিব খানের সঙ্গে দেখা হলে বলব, নায়ক হিসেবে তাঁকে কতটা পছন্দ করি’ ২৭ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত