‘রাতের আঁধারেই কাজটা করে ফেলতে হলো। এতো রাতে সরকারি প্রজ্ঞাপন। এটাও সম্ভব। আনফেয়ার। আই ওয়ান্ট টু‌ চ‌্যালেঞ্জ।’ – কথাগুলো বলছিলেন বিসিবির সদ‌্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে কাউন্সিল হয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হন ফারুক। পরবর্তীতে পরিচালকরা তাকে বেছে নেয় সভাপতি হিসেবে। কিন্তু বছর না ঘুরতেই সেই চেয়ারে আর থাকা হচ্ছে না ফারুকের। নিজেদের কোটায় পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছে এনএসসি।

বৃহস্পতিবার রাত ১১টার পর এই প্রজ্ঞাপন দেয় এনএসসি। যা নিয়ে মুঠোফোনে রাইজিংবিডি-কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ফারুক আহমেদ, ‘‘আমার সঙ্গে অন‌্যায় হয়েছে। যারা আমাকে গুরুত্ব দিয়ে এতো বড় পজিশনে নিয়ে আসল, তারাই আমাকে কোনো কারণ দেখানো ছাড়াই পদ থেকে সরিয়ে দিচ্ছে। আমি অবশ‌্যই ফাইট করবো। এভাবে ছেড়ে দিলে হবে না। আমি আনচ‌্যালেঞ্জেড যেতে দেব না। শেষ দেখেই ছাড়ব।’’

ফারুককে সরিয়ে দেয়ার যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তা আইসিসির চোখে শাস্তিযোগ‌্য অপরাধ। এখানে স্পষ্টই সরকারী হস্তক্ষেপ হয়েছে। অতীতে এরকম হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ক্রিকেটের ওপর সাময়িক নিষেজ্ঞা এসেছিল। বাংলাদেশও হয়তো সেই পথেই হাঁটছে। কেননা তার পদচু‌্যতের বিষয়টি আইসিসিকে এরই মধ‌্যে অবগত করেছেন ফারুক, ‘‘আইসিসিকে জানিয়েছি। আশা করছি তারা নিয়মের মধ‌্যে থেকে যেটা গ্রহণযোগ‌্য সিদ্ধান্ত সেটাই জানাবে।’’  

এছাড়া আইনি পদক্ষেপ নেওয়ার জন‌্য রোববার পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। তার ভাষ‌্য, ‘‘আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নিজের জন‌্য সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে হবে। কোনো উপায় নেই।’’

প্রসঙ্গত, দুটি স্পষ্ট কারণে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করেছে। প্রথমত, তার বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রকাশ করা। দ্বিতীয়ত, বিপিএলের অনিয়ম তদন্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ফারুককেই দায় দিয়েছেন এনএসসি গঠিত কমিটির সদস্যরা।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ