রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা রাত ধরে চলেছে বৃষ্টি। আর আজ শুক্রবার বৃষ্টি হয়েছে থেমে থেমে। এই বৃষ্টির কারণে অনেক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। আজ দুপুরের পর বিভিন্ন এলাকার সড়ক থেকে পানি নামলেও নিউমার্কেট এলাকার সড়কে এখনো পানি জমে আছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন নিউমার্কেট এলাকায় দেখা যায়, মূল সড়ক ও সংলগ্ন গলিগুলোয় পানি জমে আছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি। রিকশা চললেও যাত্রীদের অনেক সময় ভ্যান বা হেঁটেই চলতে হচ্ছে। দোকানপাটের মধ্যেও পানি ঢুকেছে।

ক্ষোভ প্রকাশ করে পথচারী জোবায়েদা বেগম বলেন, ‘ছেলেকে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পানি আর কাদা মাড়িয়ে হাঁটা যায় না।’ কয়েক বছর ধরে নিউমার্কেট এলাকার পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। সিটি করপোরেশন আদৌ কোনো কাজ করে কি না এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পানি নিষ্কাশনের চেষ্টা চলছে।

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (জোন-১) সাইফুল ইসলাম জয় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিউমার্কেট এলাকার পানি পিলখানার ভেতর দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়ার কথা। কিন্তু ওই পথটি আপাতত বন্ধ। নতুন পথ তৈরির পরিকল্পনা প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন বিকল্প পথ হয়ে পানি সরাতে একটু সময় লাগছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় প্রতি বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, আজিমপুর এলাকার জলাবদ্ধতা এখন নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে।

নগর–পরিকল্পনাবিদেরা বলছেন, পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ–ব্যবস্থা না থাকলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ড্রেন নির্মাণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার করতে হবে। তা না হলে নগরবাসীকে প্রতি বর্ষায় এমন দুর্ভোগ পোহাতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক র

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ