অতীতের মতো এবারও রাজধানীর পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ শুরু হতে যাওয়া ক্যাম্প গত চার বছরে দেখা যায়নি। বাংলাদেশের ফুটবলে এবার বেশ কয়েকজন বড় তারকা থাকছেন এক ছাদের নিচে।

ইংলিশ প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী, কানাডিয়ান শমিত সোম, ইতালিয়ান ফাহমিদুলের কারণে লাল-সবুজের দলটি নিয়ে এমনিতেই চলছে উন্মাদনা। এর সঙ্গে যোগ হয়েছে হোম অব ফুটবলখ্যাত জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ। সবকিছু ঠিক থাকলে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৬ ফুটবলারের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ২৪ জনের যোগ দেওয়ার কথা।

আগামী ২-৩ জুন হামজা এবং ৪ জুন ক্যাম্পে যোগ দেওয়ার কথা শমিতের। এ দুই ফুটবলারের ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা কম। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে একসঙ্গে দেখা যেতে পারে হামজা, শমিত ও ফাহমিদুলকে।

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনার মধ্যেই সেপ্টেম্বরে ফিফা উইন্ডো নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার ভাবনা ফেডারেশনের। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত ন্যাশনাল টিমস কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে।

সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে সেপ্টেম্বর উইন্ডো প্রসঙ্গে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান মো.

ইমরুল হাসান বলেন, ‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম বা অ্যাওয়ে ম্যাচ হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপে গিয়ে খেলার। ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল স প ট ম বর ফ টবল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ