অতীতের মতো এবারও রাজধানীর পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ শুরু হতে যাওয়া ক্যাম্প গত চার বছরে দেখা যায়নি। বাংলাদেশের ফুটবলে এবার বেশ কয়েকজন বড় তারকা থাকছেন এক ছাদের নিচে।

ইংলিশ প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী, কানাডিয়ান শমিত সোম, ইতালিয়ান ফাহমিদুলের কারণে লাল-সবুজের দলটি নিয়ে এমনিতেই চলছে উন্মাদনা। এর সঙ্গে যোগ হয়েছে হোম অব ফুটবলখ্যাত জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ। সবকিছু ঠিক থাকলে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৬ ফুটবলারের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ২৪ জনের যোগ দেওয়ার কথা।

আগামী ২-৩ জুন হামজা এবং ৪ জুন ক্যাম্পে যোগ দেওয়ার কথা শমিতের। এ দুই ফুটবলারের ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা কম। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে একসঙ্গে দেখা যেতে পারে হামজা, শমিত ও ফাহমিদুলকে।

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনার মধ্যেই সেপ্টেম্বরে ফিফা উইন্ডো নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার ভাবনা ফেডারেশনের। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত ন্যাশনাল টিমস কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে।

সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে সেপ্টেম্বর উইন্ডো প্রসঙ্গে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান মো.

ইমরুল হাসান বলেন, ‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম বা অ্যাওয়ে ম্যাচ হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপে গিয়ে খেলার। ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল স প ট ম বর ফ টবল

এছাড়াও পড়ুন:

নির্বাচনের দিন অমোচনীয় কালি সরবরাহ না হলে ভোট গ্রহণ বন্ধ থাকবে: ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অমোচনীয় কালি সরবরাহ না করলে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। এ ছাড়া এমফিল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ইচ্ছাকৃতভাবে ছাত্রদলকে ভোট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর আচরণবিধিবিষয়ক এক মতবিনিময় সভায় ছাত্রদলের নেতারা এমন মন্তব্য করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটে, তাহলে আমরা একচুল ছাড় দেব না। আমি প্রতিজ্ঞা করছি, যদি কোনো ধরনের অনিয়ম হয়— কোনো ছাড় হবে না। নির্বাচনের সময় অমোচনীয় কালি ব্যবহার করতে হবে। যদি নির্বাচন কমিশন অমোচনীয় কালি ব্যবহার করতে ব্যর্থ হয়, তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে।’

ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ম্যানুয়ালি’ ভোট গণনার দাবি জানিয়ে শামসুল আরেফিন বলেন, ‘কত ব্যালট ছাপানো হলো, কত ভোট গণনা হলো, কত ব্যালট নষ্ট হলো—এসব তথ্য স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে। কারণ, আমরা ডাকসুতে ব্যালট কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে জানি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান অভিযোগ করেন, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ছাত্রদলকে ‘মাইনাস’ করার একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। তিনি বলেন, ‘জকসু গঠন ও পরিচালনা বিধিমালায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ভোটার কিংবা প্রার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থীর যোগ্যতা না দিয়ে আমাদের মাইনাস করা ছিল মাস্টারপ্ল্যান—আর সেই মাস্টারপ্ল্যান সফল হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, প্রক্টর, সিন্ডিকেটের সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ