সময়টা ২০০৭ সাল। এক তরুণ রাইটব্যাক উইঙ্গার আর্জেন্টিনার রোজারিও শহরের আলো-আঁধারিতে ফুটবল খেলে বেড়াতেন। তখনকার সেই ছেলেটিই আজ বিশ্বের অন্যতম নামী ফুটবল তারকা। আর ১৮ বছরের ইউরোপভিত্তিক ঝলমলে অধ্যায় শেষে তিনি ফিরেছেন ঠিক সেই পুরোনো ঠিকানায়—রোজারিও সেন্ট্রাল।

হ্যাঁ, কথা হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে। ৩৭ বছর বয়সে, ক্যারিয়ারের শেষভাগে এসেও তার ভেতরের ছেলেটি হারিয়ে যায়নি। বরং অনেক দূর থেকে ফিরে এসে জানিয়ে দিয়েছেন, ‘আমাদের গল্প এখনও শেষ হয়নি।’

ডি মারিয়ার এই ফিরে আসাটা শুধুই এক ক্লাব বদলের গল্প নয়। এটা তার শিকড়ে ফেরার, নিজের শৈশবকে আবার ছুঁয়ে দেখার প্রয়াস। রোজারিও সেন্ট্রালের যুব দলে পা রাখা সেই কিশোর আজ বিশ্বজয় করে ফিরেছেন একই মাঠে, যেখানে একদিন স্বপ্ন বুনেছিলেন।

আরো পড়ুন:

বৃষ্টিস্নাত দিনে ‘কুল-বিএসজেএ’ মিডিয়া কাপে ফুটবল আনন্দ

কনফারেন্স লিগ জিতে ইউরোপীয় ফুটবলে চেলসির অন্যরকম পূর্ণতা

তার ফিরে আসার ঘোষণায় রোজারিওর আকাশে যেন উৎসবের আলো। সমর্থকরা অপেক্ষায়—আবারও মাঠে দেখবেন তাদের 'হারানো রত্ন'কে।

২০০৭ সালে ডি মারিয়া ইউরোপে পা রাখেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতে। সেখান থেকেই শুরু তার নতুন জীবন। এরপর রিয়াল মাদ্রিদে পাঁচ মৌসুম; যেখানে তিনি জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপা।

এরপর একের পর এক গন্তব্য— ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস। সব জায়গায় রেখে গেছেন নিজের স্বাক্ষর।

সবশেষ মৌসুমেও তিনি খেলেছেন বেনফিকায়। এবং এখানেই এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, আগামী মাসে ক্লাব বিশ্বকাপে বেনফিকার জার্সিতেই মাঠে নামবেন তিনি। এরপরই একেবারে নিজের দেশে ফিরে আসবেন চূড়ান্তভাবে।

ডি মারিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তাটি যেন তার ফিরে আসার সবচেয়ে সুন্দর ভাষ্য। তিনি বলেন, “আমাদের গল্প এখনও লেখার অনেক পৃষ্ঠা বাকি। এটা কোনো বিদায় নয়, এটা হলো নতুন করে শুরু।” এই কয়েকটি বাক্যেই যেন ফুটে উঠেছে তার আবেগ, ভালোবাসা আর রক্তে মিশে থাকা রোজারিও।

ডি মারিয়ার ফেরা কেবল একটি ক্লাব পরিবর্তনের ঘটনা নয়, বরং এটি ফুটবলপ্রেমী আর্জেন্টিনার এক আবেগঘন মুহূর্ত। বিশ্বজয়ী একজন সৈনিক নিজের শেকড়ে ফিরেছেন, হাতে করে নিয়ে এসেছেন বিশ্বমঞ্চের অভিজ্ঞতা, সাফল্য আর ভালোবাসা।

রোজারিও সেন্ট্রালের সমর্থকেরা জানেন, তাদের মাঠে যে আবার খেলতে নামবে, সে একজন কিংবদন্তি—তাদেরই ঘরের ছেলে।

অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্লাববদল যেন শুধুই একটি চুক্তি নয়, বরং নিজের অতীতকে আবার ছুঁয়ে দেখার এক স্মৃতির খোঁজ। যেখানে শেষ হতে যাচ্ছে এক জৌলুমপূর্ণ অধ্যায়, সেখানে শুরু হচ্ছে এক নতুন আবেগের অধ্যায়, ফুটবল যখন হৃদয়ের গল্প।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল

দক্ষিণ আমেরিকার নারী ফুটবলে ব্রাজিল নামটা মানেই আতঙ্ক। কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল দলটি এবারও সেই পরিচয় বজায় রেখেছে। মেয়েদের কোপা আমেরিকার দশম আসরের সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আবারও ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সেলেসাও নারীরা। শুধু তাই নয়, এই জয় তাদের ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় বুধবার অনুষ্ঠিত ম্যাচে মাঠের প্রতিটি বিভাগেই ছিল ব্রাজিলের মেয়েদের নিরঙ্কুশ আধিপত্য। কোচ রদ্রিগো পাস দেলগাদোর কৌশলে দলটি প্রথমার্ধেই তিন গোল করে উরুগুয়েকে প্রায় ধরাশায়ী করে দেয়। যদিও উরুগুয়ে একটি গোল শোধ দেয় দ্বিতীয়ার্ধের শুরুতে, কিন্তু খেলায় ফিরতে পারেনি তারা। বরং নিজেদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় দলটি আরও বিপাকে পড়ে। এর সুযোগ নিয়ে ব্রাজিল আরও দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল ব্রাজিল। ১১তম মিনিটে মার্তার দুর্দান্ত ক্রস থেকে আমান্দা গুতিয়েরেসের হেডে আসে প্রথম গোল। দুই মিনিটের মাথায় গিও গারবেলিনির গোলের মাধ্যমে ব্যবধান হয় দ্বিগুণ। এরপর ২৬ মিনিটে মার্তা পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন। বিরতিতে যাওয়ার আগেই ম্যাচ কার্যত নিশ্চিত করে ফেলে ব্রাজিল।

আরো পড়ুন:

রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ভারত-চীন-ব্রাজিলকে হুঁশিয়ারি ন্যাটোর

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

দ্বিতীয়ার্ধে কিছুটা মন্থর ব্রাজিলের ছন্দে সুযোগ নিয়ে উরুগুয়ে একটি গোল শোধ দেয়। কিন্তু ৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। এরপর ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় দুদিনিয়ার অসাধারণ শটে স্কোরলাইন দাঁড়ায় ৫-১। উরুগুয়ের গোলরক্ষক সেই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি।

উল্লেখ্য, কোপার অন্য সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। ফলে আগামী শনিবার রাতে (২ আগস্ট) ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্বে তাদের মধ্যে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল, ফলে ফাইনাল হতে যাচ্ছে এক রোমাঞ্চকর লড়াই।

ব্রাজিল যেখানে পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্র নিয়ে এগিয়ে, সেখানে কলম্বিয়া তিনটি ম্যাচ জিতেছে ও দুটি ড্র করেছে। দুই দলের আক্রমণভাগ, রক্ষণ, এবং মিডফিল্ড; সব বিভাগেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করা যাচ্ছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সর্বকালের সেরা ১০ কে পপ গান
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়-সূচি ঘোষণা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • গংগাচড়ায় হিন্দুদের ঘরবাড়ি মেরামতের উদ্যোগ, আতঙ্ক কাটেনি এখনও
  • ২৫ বছর পর রিয়ালে ব্যালন ডি’অরজয়ী কেউ রইলেন না
  • বিচারিক পদ সৃষ্টিতে কমিটি গঠনের বিধান রেখে জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালার প্রজ্ঞাপন জারি
  • জুলাই গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের যুক্ততার অভিযোগ মিথ, বললেন মার্কিন সাবেক কূটনীতিক