ফিরে আসার গল্পে মার্টিনেজ, র্যাশফোর্ডকে ঘিরে বার্সার কৌশল
Published: 30th, May 2025 GMT
লন্ডন-বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ; গ্রীষ্মের দলবদলের বাজারে যেন উত্তাপ ছড়াচ্ছে তিন দিক থেকেই। তবে সবার দৃষ্টি এখন দুই বিশেষ নামের দিকে, এমি মার্টিনেজ ও মার্কাস র্যাশফোর্ড।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যিনি ২০২০ সালে আর্সেনাল ছাড়েন অ্যাস্টন ভিলার ডাকে সাড়া দিয়ে। আবার সেই পুরনো ‘গানার’ ঘরে ফিরতে পারেন, এমন জোরালো ইঙ্গিত দিচ্ছে ইংলিশ গণমাধ্যম। তিন বছর ধরে ভিলার হয়ে দুর্দান্ত পারফর্ম করা মার্টিনেজ এবার নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। আর সেটি যদি হয় পরিচিত লন্ডনের মাঠে, তবে আবেগ তো থাকবেই!
এদিকে, আর্সেনালের বর্তমান গোলরক্ষক দাভিদ রায়ার ওপর নজর রেখেছে রিয়াল মাদ্রিদ। যদি রায়া সত্যিই স্পেনে পাড়ি জমান। তবে তার বদলি হিসেবে পুরনো সৈনিক মার্টিনেজকে আবারও দলে ফেরাতে পারে মিকেল আর্তেতার শিষ্যরা।
আরো পড়ুন:
শেষের পথে সূচনা, হৃদয়ের ডাকে ঘরে ফিরলেন ডি মারিয়া
বৃষ্টিস্নাত দিনে ‘কুল-বিএসজেএ’ মিডিয়া কাপে ফুটবল আনন্দ
আর্সেনালের ট্রান্সফার পরিকল্পনায় আছে আরও বড় চমক। জার্মান উইঙ্গার লেরয় সানেকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়াতে চায় তারা। বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে এই রাইট ব্যাকের। ফলে গ্রীষ্মে তার ক্লাব পরিবর্তন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এখন ভবিষ্যতের দল গড়তে মনোযোগী। তাদের নজরে উঠেছে লেভারকুজেনের প্রতিভাবান জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ। কোচ জাভি আলোনসোর আগ্রহে রিয়ালের স্কাউটরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তবে লিভারপুলও ভির্টজকে পেতে তৎপর। ফলে শেষ হাসি কে হাসে তা সময়ই বলবে।
অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেন নাটকীয় চমক তৈরি করতে চায়। ইংলিশ তারকা মার্কাস র্যাশফোর্ডের প্রতিনিধি দলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কাতালান ক্লাবটি। গুঞ্জন বলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিমের পরিকল্পনায় নিজেকে না দেখতে পেয়ে স্পেনের দিকে ঝুঁকছেন এই ফরোয়ার্ড। আর যদি বার্সার সঙ্গে র্যাশফোর্ডের নতুন অধ্যায় শুরু হয়, তবে তা হবে দলবদলের জগতে বড় এক আলোচনার বিষয়।
এদিকে, চেলসিও বসে নেই। কনফারেন্স লিগ জয়ের আত্মবিশ্বাসে এবার তারা নজর দিয়েছে তরুণ ইংলিশ স্ট্রাইকার লিয়াম ডিলাপের দিকে। ইপসউইচ টাউনে দুর্দান্ত সময় কাটানোর পর, সাবেক ম্যানসিটি ফুটবলারকে স্কোয়াডে নিতে ব্লুজদের খরচ করতে হতে পারে প্রায় ৩৮ মিলিয়ন ইউরো।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা
আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।
১চেলসি (২০২৩–২৪)খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো
২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো