কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেওয়া হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, ‘কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক।’ 

তিনি আশা প্রকাশ করেন, কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিন) মো.

মতিউর রহমান শেখ, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরী বিপিএম, ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স কাজী মো. ফজলুল করিম বিপিএম (সেবা), ডিআইজি (এসপিবিএন) ড. শোয়েব রিয়াজ আলম বিপিএম (সেবা), ডিআইজি (পুলিশ টেলিকম) মো. আমিনুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত ডিআইজি (যুগ্ম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ) সুফিয়ান আহমেদ, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট আহমদ মুইদ বিপিএম (সেবা), ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত এবং কোম্পানির সচিব সাইফুর আলম এফসিএস। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ব প এম ড আইজ

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ