তামিমের জন্য উৎকণ্ঠায় দিন কাটছে বাবা-মায়ের
Published: 30th, May 2025 GMT
দশ দিন আগে সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় আবদুল্লাহ তামিম। এরপর আর ফেরেনি সে। নিখোঁজ হওয়ার পর থেকে কেঁদে ফিরছেন মা। বাবা নজরুল ইসলামও
রয়েছেন উৎকণ্ঠায়।
তামিম রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। নিখোঁজের ঘটনায় বাবা নজরুল ইসলাম ২১ মে পাংশা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
২০ মে বাইসাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তামিম। নির্দিষ্ট সময়ের পর স্কুলে খোঁজ নেয় স্বজনরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে দুশ্চিন্তা বাড়তে থাকে বাবা-মায়ের। আশপাশে সব জায়গায় খোঁজ করা হয়। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি তাকে। একমাত্র ছেলেকে না পেয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন তার বাবা-মা। পথ চেয়ে প্রহর গুনছেন তারা।
তামিমের বাবা নজরুল ইসলাম বলেন, ‘তামিম শান্ত ও নম্র স্বভাবের। নিয়মিত নামাজ পড়ে। তাকে ঘিরেই আমাদের জীবন। হঠাৎ হারিয়ে যাওয়ায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। সে বাড়ি নেই– এটি ভাবতেই পারছি না।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘যে কোনো মূল্যে আমার ছেলেকে ফিরে পেতে চাই। কেউ তার খোঁজ দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।’
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিখোঁজ তামিমের সন্ধান পেতে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করছে। দেশের সব থানায় তার ছবিসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে বার্তা পাঠানো হয়েছে। পুলিশের চেষ্টায় কোনো ঘাটতি নেই।
উৎস: Samakal
কীওয়ার্ড: নজর ল ইসল ম
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫