জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ ও জাগরণের ১০টি গান নতুন আঙ্গিকে প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। ১০ গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আজ শুক্রবার ‘নজরুল রক কনসার্ট ২০২৫’–এর আয়োজন করা হয়েছে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই কনসার্টে গাইবে ১০টি ব্যান্ড।
অ্যালবামটিতে অংশ নেবে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো। গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তি থেকে শুরু করে আরও কিছু আয়োজন।
কনসার্টের সবশেষ প্রস্তুতি নিয়ে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই কনসার্টের প্রতিপাদ্য “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম”, তাই বৃষ্টি এলেও থামাথামি নেই, আয়োজন চলবে। আশা করি, ভালো একটি কনসার্ট সবাই উপভোগ করতে পারবেন। আসুন, নজরুল চেতনায় জেগে উঠি, গড়ি নতুন বাংলাদেশ।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।