বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাদা কোয়ার্টারের সামনেই বড়সড় খেলার মাঠ। ওখানেই হয় বুয়েটের কেন্দ্রীয় ঈদ জামাত। বাসার সামনের জামাতেই ছেলেদের নিয়ে শরিক হই। দুপুরে মুগদাপাড়ায় আমার পৈতৃক বাড়িতে যাই। রাতে গোপীবাগ, আর কে মিশন রোডে শ্বশুরবাড়ি হয়ে ফেরত আসি বুয়েটের বাসায়। বহু বছর হলো, এ রকমই আমার ঈদের দিনের রুটিন।
ছোটবেলায় ঠিক কবে প্রথম ঈদের মাঠে গিয়েছিলাম মনে নেই। প্রথম যে ঈদের স্মৃতি বেশ মনে আছে, সেটি সম্ভবত ১৯৭৩ সালের। ক্লাস টুতে পড়ি। ঢাকায় তখন ঈদের প্রধান জামাত হতো পল্টন ময়দানে। এই ময়দানে এখন মওলানা ভাসানী স্টেডিয়াম। আব্বা বরাবরই আমাদের ভাইদের নিয়ে ঈদের প্রধান জামাতেই শরিক হতেন। সেই বছরও তিনি আমাদের নিয়ে গেলেন পল্টন ময়দানে। জামাতের ইমাম ছিলেন জাতীয় নেতা আওয়ামী লীগের একসময়কার সভাপতি মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।
নামাজ শেষে বঙ্গভবনে গেলাম। তখন সেখানে এত নিরাপত্তার বালাই ছিল না। চারদিকে চার ফুট উচ্চতার দেয়াল দিয়ে ঘেরা। সামনের রাস্তাটি তখন জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ছিল।
বঙ্গভবনে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী আগত জনতার সঙ্গে কুশল বিনিময় করলেন। সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হলো। দুজন প্রবীণ ব্যক্তি আমাকে আদর করে ঈদ মোবারক জানালেন। পরে জানলাম দুজনই মন্ত্রী। একজন এ এইচ এম কামরুজ্জামান, অপরজন অধ্যাপক ইউসুফ আলী। তখনকার পরিবেশ ছিল এমনই।
সেদিন বাসায় ফিরে বিশ্রাম নিয়ে বিকেলে বড় চাচাতো ভাইদের সঙ্গে গেলাম মেলায়। কমলাপুর রেলস্টেশনের যে জায়গায় এখন কাস্টমসের কনটেইনার ডিপোর অফিস, সেই জায়গাটি তখন ছিল পুরোপুরি ফাঁকা মাঠ; স্থানীয় লোকদের খেলাধুলা করা আর হাওয়া খাওয়ার জায়গা। এই জায়গায় বিভিন্ন উৎসবের সময় মেলা বসত। নানা স্বাদের ও রঙের বাতাসা-কদমা, খই আর মুড়ি-মুড়কি-মুরলিতে মেলা ছিল ভরপুর। মাটি, কাঠ ও রংবেরঙের কাগজের খেলনা ছিল আমাদের মতো ছোটদের কাছে প্রধান আকর্ষণ।
মেলায় এক লোক নিয়ে এসেছিল অটোমেটিক স্টিমার। টিনের তৈরি। চলে কেরোসিনে; পানিতে ভাসিয়ে কেরোসিন ভেজানো সলতেয় আগুন ধরিয়ে দিলে টিনের স্টিমারটি চলতে পারত। ওটি ছিল আমার দেখা প্রথম অটোমেটিক মেশিন। আমার ছোট্ট মনে রাজ্যের বিস্ময় এনেছিল যন্ত্রটি।
আমাদের বাসা রেলস্টেশনের কাছে হওয়ায় অনেক ভিক্ষুক আসত। ঈদের দিনে এক ভিক্ষুক এলে কিছু একটা খাবার দিয়ে তাঁকে বিদায় দিই। খুশি হয়ে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘বাবা, এটা কি সেমাই?’ জবাবে বলেছিলাম, না। ব্যাপারটি আমার কাছে অবাক লেগেছিল। লোকটি সেমাই চেনে না। আব্বা যখন ঘটনাটি শুনলেন, আমাকে মৃদু বকা দিলেন, কেন আমি তাঁকে সেমাই দিলাম না।
তখন সাদাকালো টিভির যুগ। শুধু বিটিভি। সেই টিভিও আমাদের মহল্লায় ছিল না। পরে যখন টিভি এল, দেখলাম ওটা একটা বড়সড় চারপেয়ে বাক্সের মতো। এখনকার মতো এত হালকা–পাতলা নয়।
ঈদের দিন রাতে সেই টিভিটি আবার বাড়ির উঠানে টেবিলের ওপর বসিয়ে দেওয়া হতো। ঈদের ছায়াছবি ও বিশেষ অনুষ্ঠান মহল্লার ছেলে–বুড়ো আমরা সবাই মিলে একসঙ্গে দেখতাম। বাসার ছাদে টিভির অ্যানটেনা ঠিকমতো সেট করা না গেলে মাঝেমধ্যে ছবিও ভালো আসত না। তারপরও আমাদের আনন্দের কমতি ছিল না।
কোরবানির ঈদকে আমরা বলতাম বকরিদ। বকরিদে কমলাপুরসহ বিভিন্ন জায়গায় পশুর হাট বসত। বাড়ির বড়রা হাটে হাটে ঘুরে গরু–ছাগল কিনে আনতেন। আমাদের ছোটদের কাজ ছিল বাড়ি বাড়ি ঘুরে গরু–ছাগল দেখে বেড়ানো। কোরবানির পর গরুর শরীর থেকে একধরনের পাতলা পর্দা নিয়ে মাটির কলসির ভাঙা মাথায় টান টান করে লাগিয়ে দিতাম। দু–এক দিন পর সেটি শুকিয়ে গেলে তৈরি হতো ঢোল। সেই ঢোলের আওয়াজে ঈদের পরের কয়েক দিন সারা মহল্লা থাকত সরগরম।
তখন আমাদের সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত এক দেশ। মানুষের হাতে এত অর্থকড়ি ছিল না। ঈদের দিনে তাই ছিল না এত জৌলুশ। তবে মানুষের মধ্যে সহজ–সরল আন্তরিকতায় ভরপুর সামাজিক বন্ধন ছিল অনেক বেশি।
ড.
মাহবুবুর রাজ্জাক, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ
গাজায় ইসরায়েলের যুদ্ধের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মধ্যে, ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে তোলা একটি বিল পাস হতে ব্যর্থ হয়েছে।
ব্যর্থ হলেও, বুধবারের ভোটে দেখা গেছে, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা জোরদার হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ঠেকানোর প্রচেষ্টায় এবারের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাক ডেমোক্র্যাট যোগ দিয়েছেন।
আরো পড়ুন:
ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের
ইসরায়েলের কাছে ২০ হাজার স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল বিক্রি বন্ধ করার প্রস্তাবের পক্ষে ২৭ জন ডেমোক্র্যাট ভোট দিয়েছেন, আর ৬৭৫ মিলিয়ন ডলারের বোমার চালান বন্ধ করার পক্ষে ২৪ জন ভোট দিয়েছেন।
অন্যদিকে, ভোটদারকারী সব রিপাবলিকান সিনেটররা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দুটি চুক্তি আটকে দিতে প্রস্তাবগুলো সিনেটে আনেন ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি প্রগতিশীল ঘরানার স্বতন্ত্র সিনেটর।
ভোটের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে স্যান্ডার্স বলেন, “ওয়াশিংটন ইসরায়েলের ‘বর্ণবাদী সরকার’কে এমন অস্ত্র সরবরাহ করা চালিয়ে যেতে পারে না, যা নিরীহ মানুষদের হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন ‘জঘন্য মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করে স্যান্ডার্স ‘এক্স’ পোস্টে আরো বলেন, “গাজায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে।”
প্রথমবারের মতো স্যান্ডার্সের প্রস্তাবকে সমর্থনকারী আইন প্রণেতাদের মধ্যে, ওয়াশিংটন রাজ্যের সিনেটর প্যাটি মারে বলেছেন, প্রস্তাবগুলো ‘নিখুঁত’ না হলেও, তিনি গাজার নিষ্পাপ শিশুদের অব্যাহত দুর্ভোগকে সমর্থন করতে পারেন না।
মারে এক বিবৃতিতে বলেন, “ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধু ও সমর্থক হওয়া সত্ত্বেও আমি প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিচ্ছি এই বার্তা দিতে: নেতানিয়াহু সরকার এই কৌশল চালিয়ে যেতে পারবে না।”
তিনি বলেন, “নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য প্রতিটি পদক্ষেপে এই যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন। আমরা গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রত্যক্ষ করছি- সীমান্তের ওপারে যখন প্রচুর পরিমাণে সাহায্য ও সরবরাহ পড়ে আছে, তখন শিশু এবং পরিবারগুলোর অনাহার বা রোগে মারা যাওয়া উচিত নয়।”
মার্কিন জনগণের মধ্যে গাজা যুদ্ধের বিরোধিতা ক্রমবর্ধমান হওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে ব্যাপক আকারে বিভক্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের একটি জরিপে দেখা গেছে, ৩২ শতাংশ আমেরিকান বলেছেন, তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সমর্থন করেন। গত বছরের সেপ্টেম্বরে ৪২ শতাংশ আমেরিকান ইসরায়েলি অভিযান সমর্থন করেছিলেন।
গ্যালাপের মতে, মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা ইসরায়েলের অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন, যেখানে ৭১ শতাংশ রিপাবলিকান জানিয়েছেন যে, তারা ইসরায়েলি পদক্ষেপকে সমর্থন দিয়েছেন।
ঢাকা/ফিরোজ