আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এ কর্মসূচির বিষয়ে শনিবার চিঠি দিয়েছে তারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। 

২০২৩ সালের ১০ জুন এক দশক পর ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করে জামায়াত। একই বছরের ২৮ অক্টোবর শেষ সময়ের মৌখিক অনুমতিতে মতিঝিলে সমাবেশ করে। সেদিন পুলিশের হামলায় বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে যাওয়ার পর, আর ঢাকায় সমাবেশ করতে পারেনি জামায়াত।
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে কোনঠাসা অবস্থায় থাকায় জামায়াতকে গত বছরের ১ আগস্ট নিষিদ্ধ করে শেখ হাসিনার সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নে ফের প্রকাশ রাজনীতিতে ফিরেছে জামায়াত। 

তবে ১০ মাসে, প্রায় সব জেলায় কর্মী সমাবেশ করলেও ঢাকায় বড় সমাবেশ করেনি জামায়াত। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ১৮ এপ্রিল পল্টন মোড়ে সমাবেশ করে। এছাড়া বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং মে দিবসে একই স্থানে সমাবেশ করে। এটিএম আজহার মুক্তি পাওয়ার পর ২৮ মে শাহবাগে সংবর্ধনা দেয়। 

৫ আগস্টের পর বিএনপি ঢাকায় দুটি বড় সমাবেশ করেছে। হেফাজত ইসলামও করেছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও সমাবেশ করেছে। জামায়াত নেতারা জানান, তারাও একটি বড় সমাবেশ করে অবস্থান জানান দেবেন। আগামীকাল রোববার আপিল বিভাগে দলে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টিও নিষ্পত্তি হবে বলে আশা করছেন তারা। 

এহসানুল মাহবুব জানিয়েছেন, ২১ জুন সোহরাওয়ার্দীতে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। গণপূর্ত এবং পুলিশকে অবহিত করা হয়েছে। কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা শিগগির দেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম সম ব শ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ