কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল রবিবার
Published: 31st, May 2025 GMT
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রবিবার (১ জুন) পল্টন মাঠে অনুষ্ঠিত হবে।
দিনের প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে এটিএন বাংলা ও দেশ টিভি। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ঢাকা ট্রিবিউন ও দৈনিক যুগান্তর। সেমিফাইনাল ম্যাচের বিজয়ীরা সকাল ১১টায় ফাইনাল ম্যাচ খেলবে।
শনিবার পল্টন মাঠে চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর হারিয়েছে প্রথম আলোকে। নির্ধারিত সময়ের খেলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় যুগান্তর। যুগান্তরের গোল রক্ষক সালমান ম্যাচ সেরা নির্বাচিত হন।
এটিএন বাংলা ও এখন টিভির মধ্যকার ম্যাচটিও টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে এটিএন বাংলা। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আদদ্বীন সজীব।
গতবারের ফাইনালিস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হারিয়েছে দেশ টিভি। ১-০ গোলের জয়ে শেষ চারে জায়গা পায় দেশ টিভি। একমাত্র গোলটি করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইউসুফ।
আরেক কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন জয় পেয়েছে চ্যানেল আইয়ের বিপক্ষে। ম্যাচের শেষ মিনিটে গোল করে দলকে জেতান ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন।
অংশগ্রহণকারী দলের ম্যাচ ফি, প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার জসীমউদ্দিন আহমেদ জোসি, জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্টের আহ্বায়ক ও বিএসজেএর সহ সভাপতি রায়হান আল মুঘনি।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ফ ইন ল র ফ ইন ল য গ ন তর ব এসজ
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫