প্রথমবারের অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল রক কনসার্ট’। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ আয়োজন চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। কনসার্ট উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে এদিন শ্রোতারা হাজির হতে থাকেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। কনসার্টের আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ১০টি গান নতুন আঙ্গিকে অ্যালবামের পরিকল্পনা থেকেই এই কনসার্ট। এদিন অ্যালবামের মোড়ক উন্মোচনের পাশাপাশি কনসার্টে গান পরিবেশন করে ১০টি ব্যান্ড। শিরোনামহীনের পরফরম্যান্স দিয়ে শুরু হয়, শেষ হয় সোলসের পরিবেশনা দিয়ে।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে, এই আবহাওয়াতে এই উপস্থিতি প্রমাণ করে আমরা নজরুলকে কতটা ভালোবাসি। তরুণদের এই উপস্থিতি আমাদের আশা জুগিয়েছে। নজরুলকে আমরা আমাদের জাতির মননের ভেতর একেবারে গ্রন্থিত করে দিতে চাই। এই তারুণ্যের ভেতর নজরুলকে আরও ভালোভাবে প্রবেশ করিয়ে দিতে চাই। যার ফলে আমরা নতুন ভাষার আশ্রয় নিয়েছি, তা হলো রক।’

প্রতিটি গানের বিরতিতে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন রেজাউল হোসাইন টিটো। এদিন আরও পারফর্ম করে ওয়ারফেজ, দলছুট, আর্ক, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড।

আরও পড়ুনশিরোনামহীনের গান নিয়ে শুরু হলো নজরুল কনসার্ট১৭ ঘণ্টা আগে

কবি নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।

কনসার্টের গাইছে শিরোনামহীন। আয়োজকদের সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস র ট নজর ল

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া