আইএফআইসি ব্যাংকের কিশোরগঞ্জের কুলিয়ারচর শাখার ম্যানেজারসহ সব কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বাজিতপুর উপজেলার ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রবিবার (১ জুন) দুপুরের দিকে উপজেলা সদরের হাবিব কমপ্লেক্সের দোতলায় অবস্থিত ব্যাংকটির  উপ শাখায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকালে ব্যাংকের নিয়মিত কার্যক্রম শুরু হয়। দুপুরে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ অন্য ছয় কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন:

নারীকে ‘লাথি মেরে’ বহিষ্কার সেই জামায়াতকর্মী গ্রেপ্তার

জিএম কাদেরসহ ২৮০ জনের বিরুদ্ধে বরিশালে মামলা

কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.

নাজমুস সাকিব বলেন, ‍“খবর পেয়ে আমিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে কর্মকর্তারা অসুস্থ হন বলে ধারণা করা হচ্ছে।” 

তিনি বলেন, “প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুইজন গার্ড অসুস্থ হন। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়।”

পুলিশের এ কর্মকর্তা বলেন, “এটি বাজিতপুর আইএফআইসি ব্যাংকের তত্ত্বাবধানে চলছে। এজেন্ট ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কী কারণে এমনটি হয়েছে তা ব্যাংকের যারা অসুস্থ তারা সুস্থ হলে জানা যাবে। প্রাথমিকভাবে বিষয়টি ফুড পয়জনিং বা রুমের ভেতরে কোনো গ্যাসের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  ব্যাংকের ভেতরে কেমিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ ছিল। যারা সেখানে যাচ্ছে, তাদেরই মাথা ঘুরছে।”

ঢাকা/রুমন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ