টানা ভারী বর্ষণে বান্দরবানে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় জেলার লামা উপজেলার পাহাড়ের ঢালুতে অবস্থিত ঝুঁকিপূর্ণ ৬০টি রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১ জুন) লামা উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ভূমিধসে প্রাণহানির ঝুঁকি এড়াতে মিরিঞ্জা ভ্যালিসহ উপজেলার ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনায় রিসোর্টগুলো আবারো চালু করা হবে।’’

আরো পড়ুন:

বৃষ্টিতে লামা-সুয়ালক সড়কের ৩ স্থানে ভাঙন, যান চলাচল বন্ধ

হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপরে, বাঁধে ধস

লামা উপজেলা পর্যটন শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘‘টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রিসোর্টগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও রিসোর্ট মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।’’

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিভারি বৃষ্টিপাতের ফলে জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে।’’

বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, ‘‘টানা বৃষ্টিতে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।’’

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘‘দুর্যোগ মোকাবিলায় জেলার সাতটি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওদের সমন্বয়ে ‘দুর্যোগকালীন জরুরি সেবা কমিটি’ গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে।’’

ঢাকা/চাই মং/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প হ ড় ধস ভ ম ধস উপজ ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ