কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে অচেতন পাওয়া গেল ৬ কর্মকর্তা-কর্মচারীকে
Published: 1st, June 2025 GMT
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। রোববার দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
অসুস্থ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা হলেন- ব্যাংক ম্যানেজার মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা বেগম, সৌমিক জামান খান ও সিকিউরিটি গার্ড কামাল মিয়া। অচেতন আরেকজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ রোববার দুপুর দেড়টায় হঠাৎ কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে কয়েকজন গ্রাহক এসে দেখতে পান ব্যাংকের ভিতর ৬ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ বোধ করছেন। এসময় তারা বমিও করছিলেন।
স্থানীয়রা জানান, ব্যাংকের মধ্যে ‘বিষাক্ত দুর্গন্ধ’ চারদিকে ছড়িয়ে পড়েছিল। ধীরে ধীর কর্মকর্তা-কর্মচারীরা অজ্ঞান হয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা দুইজনকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তারা দুইজনও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। বর্তমানে তারা ৬ জনই বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী তোফায়েল আহমেদ ভুলন জানান, ‘৬ কর্মকর্তা দিয়ে ব্যাংকটি পরিচালিত হয়। এদের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ। ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীরা বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন। আমরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে যতটুকু বুঝতে পেরেছি ব্যাংকে কোনো লুটপাট হয়নি।’
এ বিষয়ে আরেক ব্যাবসায়ী কামরুল ইসলাম মুছা বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে সিয়াম ও হোসনা নামের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখলে তাদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমিসহ উপজেলা নির্বাহী অফিসার, কুলিয়ারচর থানা পুলিশ ও বাজিতপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা আসেন। এখানে এসে কয়েকজন কাস্টমারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পারি এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার আসল কারণ জানা যাবে। ব্যাংকটি আপাতত বন্ধ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা বলেন, ‘বাজিতপুর আইএফআইসি ব্যাংকের উপ-শাখা কুলিয়ারচর ব্যাংকটি। দুপুরে যে কোনো এক সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা ভর্তি রয়েছেন। যতটুকু জানতে পেরেছি তাদের অক্সিজেন লেভেল কমতে শুরু করেছিল। হাসপাতালে নেওয়ার পর তাদের অক্সিজেন দিলে কিছুটা সুস্থ হন। তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে তাদের কী ধরনের চেতনানাশক দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক তালাবদ্ধ করে রেখেছে খোলার পর বিস্তারিত জানা যাবে।’
এদিকে এ বিষয়ে কথা বলতে আইএফআইসি ব্যাংকের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ ক ল য় রচর স ব স থ য কমপ ল ক স ল ইসল ম ম ক ল য় রচর কর মকর ত
এছাড়াও পড়ুন:
আইএফআইসি ব্যাংকের ব্যবসায় সম্মেলন
বেসরকারি আইএফআইসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ১ হাজার ৪১৪টি শাখা–উপশাখার প্রতিনিধিরা যোগ দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। এ ছাড়া ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা দিলিপ কুমার মন্ডলসহ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও দেশের ১৮৯টি শাখার ব্যবস্থাপকেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকে সুশাসন নিশ্চিত হওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ইতিমধ্যে ব্যাংকের আমানতের পরিমাণ বেড়ে ৫১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ব্যাংককে টেকসই করে তুলতে স্থায়ী প্রবৃদ্ধি অর্জন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা প্রথম প্রজন্মের ব্যাংক হিসেবে আইএফআইসির শক্তিশালী ভিত্তিগুলো নিয়ে আলোচনা করেন।