রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ থাকায় সাধারণ রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ স্পষ্ট। বিশেষায়িত এ হাসপাতালটি যেখানে ২৪ ঘণ্টা জরুরি সেবা দিয়ে আসছে, সেখানে পাঁচ দিন ধরে সেবা বন্ধ থাকার ঘটনা বিরল ও বিস্ময়কর। এ পরিস্থিতি উদ্ভবের কারণ হাসপাতালটির চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংঘর্ষের ঘটনা। স্বাস্থ্য প্রশাসনের বিজ্ঞপ্তিতে চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতার বিষয়টি উঠে এসেছে, যেখানে সেবা কবে চালু হবে সে বিষয়ে কিছু উল্লেখ নেই। প্রশ্ন হলো, চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সম্পর্ক মারামারির পর্যায়ে গেল কীভাবে? 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের ক্ষোভ থাকা অস্বাভাবিক নয়। কারণ তাদের সব দাবি-দাওয়া এখনও পূরণ হয়নি। চিকিৎসাসহ সামগ্রিক বিষয় আহতদের সংক্ষুব্ধ হওয়ার বিষয়টি বড় আকারে সামনে আসে গত বছরের নভেম্বরের মাঝামাঝিতে। ওই সময় স্বাস্থ্য উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে ক্ষোভের শিকার হয়েছিলেন। গভীর রাতে তখন চার উপদেষ্টার আশ্বাসে আহতরা হাসতালে ফিরে গিয়েছিলেন। এর পর আহতরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। সেখানেও তাদের দাবি পূরণে আশ্বাস দেওয়া হয়। এর পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৫৫ জনের মধ্যে ৪ জন বিষপান করেন ২৫ মে। জরুরি চিকিৎসা দিয়ে তাদের শঙ্কামুক্ত করা হলেও আহতদের ক্ষোভ যে কমেনি, ২৮ মে চক্ষু হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের মধ্যকার সংঘর্ষই তার প্রমাণ।

চিকিৎসকরা নিশ্চয় তাদের সাধ্যের মধ্যে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু বাকি সুযোগ-সুবিধা তো তাদের হাতে নেই। এখানে আহত ও চিকিৎসকদের মাঝখানে কাউকে থাকতে হবে, যারা সরকারের সঙ্গে মধ্যস্থতা করবেন। আহত কোনো চিকিৎসক থাকলে তাদের দিয়ে এটি সহজেই করা যেত। আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের পর যারা আহত মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের চিকিৎসা নিয়েও এক ধরনের সংকট দেখা দিলে তাদের জন্য আলাদা একটা হাসপাতালই তৈরি করা হয়। সেটাই আজকের পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। তখন মুক্তিযুদ্ধে আহত চিকিৎসক কিংবা শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়। এখনও মধ্যস্থতায় সেভাবে দায়িত্ব দিতে পারলে হয়তো পরিস্থিতি সামাল দেওয়া সহজ। আহত ও চিকিৎসকদের মধ্যকার দ্বন্দ্ব তো কোনো সমাধান নয়। বরং সমস্যা যে বেড়েছে– চক্ষু হাসপাতাল বন্ধের ঘটনাই তার প্রমাণ।

এ সমস্যা যে কেবল চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হচ্ছে, তা নয়। বরং নিটোর, নিউরোসায়েন্সেসসহ অন্য হাসপাতাল, যেখানেই আহতরা আছেন, সেখানেই সমস্যা হচ্ছে। নভেম্বরে যখন আহতরা প্রথম বিক্ষোভ করেছিলেন, তখনই আমি সমকালের সঙ্গে সাক্ষাৎকারে বলেছি, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আলাদা দপ্তর গঠন জরুরি। অর্থাৎ যাতে তারা সবকিছুর ‘ওয়ানস্টপ’ সমাধান পান। কারণ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার ক্ষেত্রে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা থাকে। ফলে সিদ্ধান্ত নিতে সক্ষম অস্থায়ী কর্তৃপক্ষ করলে পরিবর্তন আসতে পারত। পরে শুনেছিলাম, আহতদের জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বর্তমানে যেটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্র-জনতার চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের পরিকল্পনা এমনই ছিল। এটা জরুরি ছিল। যেহেতু ‘মাল্টি ডিসিপ্লিনারি’ হাসপাতাল, সেখানে সব ধরনের চিকিৎসাই একসঙ্গে পাওয়া সম্ভব হতো। আহতদের চিকিৎসা-পরবর্তী পুনর্বাসনে সেখানে ফিজিওথেরাপি যুক্ত হওয়ার কথাও বলা হয়। এর পরও কেন আহতদের চিকিৎসা সেখানে হলো না, আমরা জানি না। এ পরিকল্পনা কেন বাস্তবায়ন হলো না, তা জানা দরকার। সরকারই তো সেখানে অর্থায়ন করত। সব আহতকে সেখানে ট্রান্সফার করে চিকিৎসা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করলে নিশ্চয় আজকের এ পরিস্থিতির উদ্ভব হতো না।

উদ্ভূত পরিস্থিতিতে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসকরা সেবা দেওয়াই বন্ধ করে দিয়েছেন। তার মানে, বিষয়টি আর সাধারণ পর্যায়ে নেই। তারা প্রয়োজনে অন্যত্র বদলি করে দেওয়ার দাবি জানিয়েছেন। এমনকি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছেন অনেকে। এটাই প্রমাণ করে– তাদের মধ্যকার তিক্ততা কোন পর্যায়ে গেছে। অর্থাৎ তারা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছেন। দু’পক্ষকে বসিয়ে এর সমাধানের পর্যায়ে আর বিষয়টি নেই। চিকিৎসকদের সেবা প্রদানের জন্য আস্থায় আনতে হলে এখন ঊর্ধ্বতন পর্যায়ে বসতে হবে। তার আগে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের ক্ষোভের কারণগুলোর বিস্তারিত যেমন জানতে হবে, তেমনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের দাবিগুলোও শুনতে হবে। যারা সমাধানের চেষ্টা করবেন তাদের উভয় পক্ষকেই আস্থায় আনতে হবে। শুধু প্রতিশ্রুতিতেই যেন তা সীমাবদ্ধ না থাকে, বরং কার্যকরও জরুরি। সংবাদমাধ্যমের প্রতিবেদন যদিও বলছে, অচলাবস্থা নিরসনে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় প্রতিনিধি পাঠিয়েছে, যারা বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্য সেবাদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছেন। অতিদ্রুত এটি ফলপ্রসূ হওয়া দরকার। ত্বরিত ব্যবস্থা নিয়ে চিকিৎসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। আর কার্যকর সমাধান হিসেবে আমি আহতদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েই চিকিৎসার কথা বলব।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল যেহেতু চক্ষু চিকিৎসার সরকারি বিশেষায়িত হাসপাতাল, সে জন্য সারাদেশ থেকেই রোগীরা এখানে সেবা নিতে আসেন। তাদের আর ফেরানো ঠিক হবে না। তাদের যদিও কাছের কোনো হাসপাতালের চক্ষু বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু চক্ষুর বিশেষায়িত সেবাগুলো সব হাসপাতালে সেভাবে নাও থাকতে পারে। এভাবে সেবা বন্ধ রাখা মন্দ নজির হয়ে থাকবে। সে জন্য সব পক্ষের আন্তরিকতার মাধ্যমে দ্রুত সমাধানে আসতেই হবে। যুদ্ধ অবস্থায়ও তো এভাবে বিশেষায়িত হাসপাতালের জরুরি সেবা বন্ধ থাকে না। তাহলে এই সময়ে কেন চোখ বুজে থাকা!

ডা.

মুশতাক হোসেন: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ 

উৎস: Samakal

কীওয়ার্ড: সমক ল ন প রসঙ গ গণঅভ য ত থ ন র চ ক ৎসক পর স থ ত আহতদ র পর য য় ব ষয়ট সরক র

এছাড়াও পড়ুন:

‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’

অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিবিদ্যালয়ে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, অদম্য ২৪ উদ্বোধন করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত জুলাইয়ের ভিডিও ও ফটো ডকুমেন্টারি উপভোগ করেন।

আরো পড়ুন:

জবির পরিত্যক্ত ডাস্টবিনগুলো সংস্কার করল ছাত্রদল

রাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে যারা

আদিলুর রহমান খান বলেন, “১ বছর আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই পারে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে। বিচার প্রশ্নে বলতে চাই কোনো অবস্থাতেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার বিচারের ক্ষেত্রে দুর্বলতা স্কোপ রাখবে না। খুব দ্রুতই বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হবে।”

তিনি আরো বলেন, “তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে।” এছাড়া স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “সংঘবদ্ধ আন্দোলনে ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এর মানে এই নয় যে, অন্য যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর স্বর আপনারা শুনবেন না। আপনারা দেখবেন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিলাম, আমরা যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি, পরাজয়ের কালো মেঘ দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারো তাদের সেই কার্যক্রম শুরু করবে। গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আবার বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ -উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ জাহাঙ্গীরনগরের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ড্যাবের নির্বাচন ৯ আগস্ট, দুটি প্যানেলই শক্ত
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শনী
  • হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট
  • ৯ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ, জনভোগান্তি চরমে
  • জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ 
  • হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না: নাহিদ 
  • নরসিংদীতে আজ এনসিপির পদযাত্রা 
  • পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রজেক্ট শো
  • নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি: নাহিদ ইসলাম