ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদের জীবন ও সম্পদ সুরক্ষায় ঢাল হিসেবে দাঁড়িয়ে যায় সুন্দরবন। এ বন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার হাজার হাজার মানুষের জীবন ও জীবিকারও উৎস। সে কারণে সুন্দরবনকে পরিবেশকর্মীরা মহাপ্রাণ বলেন।

সাম্প্রতিক বছরগুলোয় পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্প, অপরিকল্পিত পর্যটনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রভাবশালী ব্যক্তিরা আগুন দিয়েও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ক্ষতিসাধন করে চলেছেন।

এ বাস্তবতায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য বন বিভাগ জুন-আগস্ট পর্যন্ত তিন মাস বনটিতে প্রবেশে যে নিষেধাজ্ঞা দিয়ে আসছে, সেটাকে আমরা স্বাগত জানাই। কেননা, মানুষের পদচারণ ও সম্পদ আহরণের কারণে সারা বছর বনটির দেহে যে বিপুল ক্ষত সৃষ্টি হয়, বর্ষা মৌসুমের তিন মাস তা উপশমের একটা সুযোগ পায়।

আমলাতান্ত্রিক চিন্তানির্ভর বাংলাদেশের যেকোনো সরকারি উদ্যোগের প্রধান সমস্যাটি তৈরি হয় তার বাস্তবায়নের ক্ষেত্রে। কেননা, কোনো মন্ত্রণালয় যখন একটা সিদ্ধান্ত নেয়, তখন এর সঙ্গে সংশ্লিষ্টরা শুধু নিজেদের বৃত্তের মধ্যেই চিন্তা করে; সামগ্রিকভাবে নয়। ফলে পরিবেশ মন্ত্রণালয় যখন সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তখন এই বনের ওপর নির্ভরশীল বনজীবী, যেমন জেলে, মৌয়ালরা কীভাবে টিকে থাকবেন, সেই ভাবনা অনুপস্থিত। ফলে বনজীবী পরিবারগুলো নিষেধাজ্ঞার তিন মাস কীভাবে জীবনধারণ করবে, সেই ব্যবস্থা না করলে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার অতি দরকারি উদ্যোগটিও ব্যর্থ হতে পারে।

প্রথম আলোর খবর জানাচ্ছে, এ নিষেধাজ্ঞা দেওয়ায় সুন্দরবনের ওপর নির্ভরশীল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৫০ হাজারের বেশি বনজীবী ও ট্রলারচালক বেকার হয়ে পড়বেন। গত কয়েক বছরের চিত্র হচ্ছে, এ সময়ে সুন্দরবন–লাগোয়া পল্লিগুলোয় তীব্র অভাব দেখা যায়। ফলে অনেক পরিবারকেই অর্ধাহারে–অনাহারে মানবেতর জীবন যাপন করতে হয়।

প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় এ রকম বিধিনিষেধ দেওয়াটা স্বাভাবিক। ইলিশ সুরক্ষায় যেমন ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া আছে; এই নিষেধাজ্ঞার সময় আমরা দেখি তালিকাভুক্ত জেলে পরিবারগুলোকে ৮০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়। ফলে নিষেধাজ্ঞা দিলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার দৃষ্টান্ত তো আছেই। সুন্দরবনের ক্ষেত্রে সেই দৃষ্টান্ত কেন অনুসরণ করা হলো না?

বন বিভাগ জানাচ্ছে, বেকার জেলেদের জন্য তারা খাদ্যসহায়তা চেয়ে দুই বছর আগে চিঠি দিয়েছে। মৎস্য বিভাগ জেলেদের তালিকাও তৈরি করেছে। প্রশ্ন হলো, এবার ১ জুনের আগেই কেন এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি। এটা প্রান্তিক মানুষের প্রতি আমলাতন্ত্রের অবহেলার একটা চাক্ষুষ দৃষ্টান্ত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ বব চ ত র য স ন দরবন র পর ব শ বনজ ব

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়।  ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। 

আরো পড়ুন:

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।

বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ছুটে গিয়ে দেখি, একটি হরিণ ঝুলছে শিকারির ফাঁদে’
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী