Samakal:
2025-09-18@01:24:31 GMT

মাঠে না থেকেও ছিল ‘জানা’

Published: 2nd, June 2025 GMT

মাঠে না থেকেও ছিল ‘জানা’

ঠিক ১০ বছর আগে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের সবুজ ঘাসে বার্সেলোনার পতাকা নিয়ে দৌড়াচ্ছিল পাঁচ বছরের জানা। স্যুট পরা লুইস এনরিকে কাছেই দাঁড়িয়ে কন্যার কাণ্ড দেখে মিটিমিটি হেসেছিলেন। পরে মেয়েকে পাশে নিয়ে বার্সার লাল-নীল-হলুদ পতাকা মাঠে পুঁতে দিয়েছিলেন। সেদিন আসলে আধুনিক ফুটবলে বাবার শ্রেষ্ঠত্বের নিশান উড়িয়ে ছিল মেয়ে। ছোট্ট জানার মৃত্যুর ছয় বছর পর সেই জার্মানিতেই আবার তার পিতার শ্রেষ্ঠত্বের নিশান উড়ল। অসীমের পথে চলে যাওয়া জানা এবার পিতার কীর্তি দেখতে না পারলেও এনরিকে এবং পিএসজি সমর্থকরা ঠিকই স্মরণ করেছিলেন তাকে।

২০১৯ সালে মৃত্যুর কাছে হার মানে জানা। ৯ বছর বয়সী এই শিশু হাড়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিল। এনরিকে তখন স্পেন জাতীয় দলের কোচ। সবকিছু ছেড়ে চলে গিয়েছিলেন মেয়ের কাছে। পাঁচ মাস চিকিৎসার পর খালি হয়েছিল এনরিকের কোল। জীবন থেমে থাকে না। পাঁচ মাস স্বেচ্ছা একাকী বাস শেষে ফেরেন জীবনের স্রোতে। ব্যস্ত হয়ে পড়েছিলেন আধুনিক ফুটবলের চ্যালেঞ্জিং কোচিংয়ে। শনিবার রাতে তাঁর কোচিং ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মূল্যবান পালক। শুধু সাক্ষী থাকতে পারল না জানা।

এনরিকের কাছে এই পালকের মাহাত্ম্য আলাদা। ১০ বছর আগে বার্সার ম্যানেজার হিসেবে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার দিন পাশে ছিল মেয়ে। আবার ইউরোপ সেরা হলেন এনরিকে। এবার ইন্টার মিলানকে ৫ গোলে নাস্তানাবুদ করে পিএসজিকে প্রথমবারের মতো দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ। ফাইনালের আগে এনরিকে বলেছিলেন, ‘ফাইনালে আমার মেয়ে শারীরিকভাবে উপস্থিত থাকবে না; তবে ও আমার সঙ্গেই থাকবে, মানসিকভাবে থাকবে। এই জন্যই ম্যাচটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’ কেন গুরুত্বপূর্ণ, সেটা পৃথিবীর প্রতিটি বাবারই জানা। বাবার হার দেখলে মেয়ে যে কষ্ট পাবে! তাই তো মেয়ের হাতে পাঁচ গোলের খেলনা তুলে দেওয়ার পর এনরিকের সে কী আনন্দ! 

পিএসজির প্রত্যেক খেলোয়াড়কে জড়িয়ে ধরে শিশুর মতো নাচলেন, হাসলেন। আর শেষ বাঁশির সঙ্গে সঙ্গে সীমানার কাছে গিয়ে গ্যালারিতে থাকা একজনের কাছ থেকে একটি টিশার্ট আনেন। মাঠের মধ্যেই পরলেন জানা ফাউন্ডেশনের কালো সেই টিশার্ট। সেটির বুকের ওপর ১০ বছর আগের সেই ছবির মতো বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ! সে সময় জানা যে শ্রেষ্ঠত্বের নিশান উড়িয়েছিল জার্মানির মাঠে, আবার উড়ল সেই নিশান। এবার তাতে যোগ হলো শুধু ফরাসি সৌরভ। 

সেই আবেগ সঞ্চারিত হলো পিএসজির সমর্থকদের মাঝেও। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ১০ বছর আগের সেই দৃশ্য ফুটিয়ে তুললেন পিএসজি সমর্থকরা। গ্যালারিতে ভেসে ওঠা বিশাল এক টিফোতে দেখা যায়, পিএসজির পতাকা মাঠে পুঁতছেন এনরিকে। পিএসজির আট নম্বর জার্সি পরে পাশে দাঁড়িয়ে জানা। এনরিকের চোখে পড়েছে সেই টিফো। মিক্সড জোনে সমর্থকদের এজন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি, ‘খুব ভালো লেগেছে। সমর্থকরা আমার পরিবারের জন্য যে টিফো করেছে, সেটা খুবই আবেগপূর্ণ ব্যাপার। তবে আমি সবসময়ই মেয়ের কথা ভাবি। জানাকে মনে রাখার জন্য আমার চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রয়োজন নেই। ও সবসময় আমার সঙ্গে থাকে। বিশেষ করে ম্যাচ হেরে গেলে।’
 
প্রতিদিন সকালে অনুশীলন শুরুর আগে খালি পায়ে ঘাসের ওপর ১৫-২০ মিনিট হাঁটেন এনরিকে। তখনই দিনের পরিকল্পনাটা সেরে ফেলেন স্প্যানিশ এ কোচ। কয়েক বছর আগেও তাঁর সঙ্গে হাটত জানা। এখনও তাঁর সঙ্গে থাকে জানা। তবে হাঁটে না, থাকে বাবার বুকে সযতনে!

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ এনর ক র প এসজ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ