সাবেক আইজিপি শহীদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ, হাসান তাহেরের সম্পদ জব্দ
Published: 2nd, June 2025 GMT
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ফরিদপুরের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের ২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান তাহের ইমামের বাড়ি, জমি ও প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের তথ্য অনুযায়ী, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসাধারণ আচরণ ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শহিদুল হকের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না গেলে বিচার চলাকালে রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
ফরিদপুরের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ আয়ের উৎস আড়াল করার জন্য তিনি নিজ নামে ও তাঁর আত্মীয়দের নামে বড় অংকের আর্থিক লেনদেন করেছেন। বিভিন্ন ব্যাংক হিসাবে তাঁর ৪ কোটি ৮৬ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। শুনানি নিয়ে আদালত জিয়াউর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর বাইরে রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান তাহের ইমামের বনানীর একটি বাড়ি ও ১৯টি দলিলের জমি ও প্লট ক্রোকের আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত হাসান তাহের ইমামের সম্পদ ক্রোকের আদেশ দেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট