সাবেক আইজিপি শহীদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ, হাসান তাহেরের সম্পদ জব্দ
Published: 2nd, June 2025 GMT
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ফরিদপুরের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের ২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান তাহের ইমামের বাড়ি, জমি ও প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের তথ্য অনুযায়ী, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসাধারণ আচরণ ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শহিদুল হকের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না গেলে বিচার চলাকালে রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
ফরিদপুরের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ আয়ের উৎস আড়াল করার জন্য তিনি নিজ নামে ও তাঁর আত্মীয়দের নামে বড় অংকের আর্থিক লেনদেন করেছেন। বিভিন্ন ব্যাংক হিসাবে তাঁর ৪ কোটি ৮৬ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। শুনানি নিয়ে আদালত জিয়াউর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর বাইরে রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান তাহের ইমামের বনানীর একটি বাড়ি ও ১৯টি দলিলের জমি ও প্লট ক্রোকের আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত হাসান তাহের ইমামের সম্পদ ক্রোকের আদেশ দেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।