হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মসফ্লাই কোম্পানির শ্রমিকরা।
সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকেরা উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। অবরোধের প্রায় দুই ঘণ্টা পর ১১টায় বেতন ও বোনাসের পাওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। অবরোধকালে সড়কের দুইপাশে শত শত যানবহন আটকা পড়ে।
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সকালে কাজ বাদ দিয়ে মহাসড়কে নামে মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কোভিদ হোসেন ঘটনাস্থলে যান। তারা শ্রমিক ও কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে আগামী ৪ তারিখ বেতন-বোনাস পরিশোধের তারিখ ধার্য করেন। এ আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেয়।
আরো পড়ুন:
মাগুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
বৃষ্টিতে লামা-সুয়ালক সড়কের ৩ স্থানে ভাঙন, যান চলাচল বন্ধ
এ ব্যাপারে মসফ্লাই কোম্পানির ডিজিএম শ্যামল বাবু বলেন, আগামী ৪ জুন বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ আশ্বাস পেয়ে শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
ঢাকা/মামুন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত