বন্ধু নাকি শত্রুর সতীর্থ হবেন মডরিচ, ডাকছে ইতালির জায়ান্টও
Published: 3rd, June 2025 GMT
রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন লুকা মডরিচ। আগামী সেপ্টেম্বরে ৪০ বছর বয়সে পা রাখবেন তিনি। কিন্তু আগামী বছরের বিশ্বকাপে খেলার স্বপ্নে অবসরের ভাবনা এখনো মাথায় আনেননি এই ক্রোয়াট মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে নতুন কোন ঠিকানা খুঁজে নিতে হবে মডরিচের। বয়স হলেও আরও এক বছর খেলে যাওয়ার মতো ফিটনেস আছে তার। যে কারণে বেশ কয়েকটি ক্লাবে খেলার সুযোগ আছে সামনে।
এই যেমন বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে পারেন তিনি। যদিও আল নাসরে রোনালদোরই চুক্তি শেষ। তবে ক্লাবটি ওই চুক্তি নবায়ন করতে চায়। মডরিচকে নিতেও আগ্রহী প্রো লিগের ক্লাবটি।
ওদিকে লিওনেল মেসি দীর্ঘদিন মডরিচদের শত্রু শিবির বার্সেলোনায় খেলেছেন। বর্তমানে আর্জেন্টাইন স্ট্রাইকার খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ওই মায়ামি আবার মডরিচের বিষয়ে খোঁজ-খবর রাখছে। মেজর লিগে যাওয়াও সাবেক হতে যাওয়া রিয়াল মিডফিল্ডারের জন্য একটা অপশন।
তবে মডরিচের জন্য আকর্ষণীয় প্রস্তাব নিয়ে হাজির হতে পারে ইতালির জায়ান্ট এসি মিলান। ফ্রি এজেন্টে ক্রোয়াট মিডফিল্ডারকে দলে নিতে চায় দলটি। ইতালির সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লে স্পোর্টস দাবি করেছে, এসি মিলানের পরিচালক ইগ্লি তারে কিংবদন্তি মিডফিল্ডার মডরিচকে দলে নিতে আগ্রহী। দলটির নতুন কোচ হতে যাওয়া ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির তাতে সম্মতি আছে।
এর বাইরে মডরিচের সামনে আরও একটি ক্লাবে খেলার সুযোগ আছে। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ অর্থাৎ দ্বিতীয় বিভাগে খেলা দল সোয়ানসি সিটিতে যেতে পারেন তিনি। মডরিচ সোয়ানসি সিটির একজন অংশীদার। নিজের মালিকানাধীন ক্লাবে গিয়ে প্রিমিয়ার লিগে ফেরানোর চ্যালেঞ্জ নিতে পারেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল ক মডর চ ফ টবল দলবদল মডর চ র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫