কোহলিদের সর্বনাশ করতেই তাদের সমর্থন করছেন শেবাগ
Published: 3rd, June 2025 GMT
দুই মৌসুম পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ২০১৪ সালে সর্বশেষ ফাইনালে ওঠা দলটির সদস্যও ছিলেন। সেই বীরেন্দর শেবাগের মনে হচ্ছে, পাঞ্জাব কিংসের অধরা শিরোপার অপেক্ষা এবারও ফুরাবে না। বরং তাঁর সাবেক দলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে আইপিএলের ১৮তম আসরের ফাইনাল। টুর্নামেন্টের শুরু থেকে খেলে আসা পাঞ্জাব ও বেঙ্গালুরু কখনো ট্রফির ছোঁয়া পায়নি। অবশেষে আজ এই দুই দলের একটির শিরোপার আক্ষেপ ঘুচতে চলেছে।
এবারের মৌসুমের লিগ পর্বে এই দুই দলই পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে ছিল। পয়েন্টও ছিল সমান ১৯ করে। শুধু নেট রান রেটে সামান্য এগিয়ে থাকায় পাঞ্জাব একে ও বেঙ্গালুরু দুইয়ে থেকে প্লে-অফ পর্বে জায়গা করে নিয়েছিল। তবে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে বিধ্বস্ত করে সরাসরি ফাইনালে উঠে যায় বেঙ্গালুরু। সেই ম্যাচ হেরে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাওয়া পাঞ্জাব দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানকে হারিয়ে বেঙ্গালুরুর সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামা নিশ্চিত করে।
দুই দলের শক্তিমত্তা-দুর্বলতা বিচার করে তাই নির্দিষ্ট কাউকে খুব বেশি এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই। তারপরও সাবেক ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে, আজ কে জিততে পারে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে বীরেন্দর শেবাগকেও একই প্রশ্ন করা হয়েছিল। ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা সাবেক এই ওপেনারের উত্তর, ‘আমার মনে হয় আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) জিতবে।’
কেন তিনি এমনটা মনে করছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন শেবাগ, ‘আমি আমার পুরোনো ফর্মে ফিরে গেছি। কারণ, আমি দেখলাম, আমি যে দলকেই সমর্থন করি, সেই দলই হারে। মুম্বাইয়ের বিপক্ষে গুজরাটের ম্যাচের (এলিমিনেটর) কথা বলেন কিংবা পাঞ্জাবের বিপক্ষে বেঙ্গালুরুর প্রথম কোয়ালিফায়ার.
‘অপয়া’ শেবাগ পাঞ্জাবের ভালোর জন্যই দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইকে সমর্থন দিয়েছিলেন বলেও জানিয়েছেন, ‘পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে আমি মুম্বাইকে সমর্থন দিয়েছি এবং মুম্বাই হেরে গেছে। তাই আমি ফাইনালে আরসিবির জয়ের কথা বলছি। দেখা যাক, কী হয়...(হাসি)।’
অনুষ্ঠানের সঞ্চালক গৌরব কাপুর এরপর শেবাগকে জিজ্ঞাসা করেন, ‘আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনার মনে হয়। এখন আপনাকে প্রশ্ন করছি, ফাইনালে আপনি কোন দলকে সমর্থন করছেন?’ শেবাগ আবার বলেন, ‘আরসিবি।’
‘ভারতীয় দলের ক্ষেত্রেও ব্যাপারটা এ রকম। যখনই আমি তাদের প্রকাশ্যে সমর্থন জানিয়েছি, তখন তারা হেরে গেছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ