কানাডার টিশ কলম্বিয়াতে শাশ্বত সৌম্য নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কানাডার স্থানীয় সময় সোমবার সকালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় কেলৌনা ক্যাম্পাসের পাশের ওকানাগান লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে তার বাড়ি সিলেটের সুনামগঞ্জে বলে জানা গেছে।

সৌম্যর সহকর্মীরা জানান, শাশ্বত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ৪.

০ জিপিএ নিয়ে সিএসই-তে প্রথম হিসাবে ২০২১ সালে গ্র্যাজুয়েশন সম্পন্নের পর সৌম্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কয়েক মাস। তারপর বুয়েটেও কিছু মাস শিক্ষকতা করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, এমআইটিতে। এমআইটিতে পিএইচডি ডিগ্রি তিন বছরে প্রায় শেষ করার পথে ছিলেন। গত দিনগুলোতে কানাডা-আমেরিকার বেশ কিছু প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে গবেষণার ওপর বক্তৃতা দিচ্ছিলেন। যার মধ্যে ছিল বার্কলি, প্রিন্সটন, হার্ভাড বিশ্ববিদ্যালয়ও। দুদিন আগেই ইউনিভারসিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে তার রিসার্চের বিষয় এআই নিয়ে আলোচনা করেছেন। এনএলপি গ্রুপ থেকে অফারও পেয়েছিলেন এবং তিনি মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন।

কানাডার আরসিএমপি জানিয়েছে, তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কার্যক্রম বা কাউকে সন্দেহ করা হচ্ছে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

কোন সালের জন্য পুরস্কার —

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পুরস্কার মল্যমান কত —

১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ —

আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জমা দিতে—

আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।

২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।

৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।

৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।

৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।

৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।

৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।

# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সম্পর্কিত নিবন্ধ