কানাডার টিশ কলম্বিয়াতে শাশ্বত সৌম্য নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কানাডার স্থানীয় সময় সোমবার সকালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় কেলৌনা ক্যাম্পাসের পাশের ওকানাগান লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে তার বাড়ি সিলেটের সুনামগঞ্জে বলে জানা গেছে।

সৌম্যর সহকর্মীরা জানান, শাশ্বত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ৪.

০ জিপিএ নিয়ে সিএসই-তে প্রথম হিসাবে ২০২১ সালে গ্র্যাজুয়েশন সম্পন্নের পর সৌম্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কয়েক মাস। তারপর বুয়েটেও কিছু মাস শিক্ষকতা করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, এমআইটিতে। এমআইটিতে পিএইচডি ডিগ্রি তিন বছরে প্রায় শেষ করার পথে ছিলেন। গত দিনগুলোতে কানাডা-আমেরিকার বেশ কিছু প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে গবেষণার ওপর বক্তৃতা দিচ্ছিলেন। যার মধ্যে ছিল বার্কলি, প্রিন্সটন, হার্ভাড বিশ্ববিদ্যালয়ও। দুদিন আগেই ইউনিভারসিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে তার রিসার্চের বিষয় এআই নিয়ে আলোচনা করেছেন। এনএলপি গ্রুপ থেকে অফারও পেয়েছিলেন এবং তিনি মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন।

কানাডার আরসিএমপি জানিয়েছে, তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কার্যক্রম বা কাউকে সন্দেহ করা হচ্ছে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ