ক্রীড়া উপদেষ্টার কাছে দেওয়া অনাস্থা প্রস্তাবে বিসিবির তিন পরিচালকের বিশেষ ভূমিকা দেখছেন ফারুক আহমেদ। প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক বিসিবির পরিচালক মাহবুবুল আনাম, ইফতেখার রহমান ও ফাহিম সিনহার নাম উল্লেখ করে বলেছেন, এই ত্রয়ীই তাঁকে বিসিবি থেকে অপসারণের মূল ‘ষড়যন্ত্র’ করেছেন। তাঁদের বিরুদ্ধে নাজমুল হাসানের আগের বোর্ডের প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখার ‘অভিযোগ’ও করেছেন ফারুক।

সাক্ষাৎকারে ফারুক বলেছেন, ‘মাহবুবুল আনাম আগে থেকেই আমার পেছনে লেগে ছিলেন। নতুন করে তৈরি হয়েছেন ফাহিম সিনহা ও ইফতেখার রহমান মিঠু। আপনি যদি খতিয়ে দেখেন, এঁদের সবার ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু পাবেন। আমি মোটামুটি শিওর যে এই তিনজনই পুরো অঙ্কটা করেছেন।’

মাহবুবুল আনামের বিরুদ্ধে বিসিবিতে দুদকের কাজে প্রভাব বিস্তারের চেষ্টা, ইফতেখারের বিরুদ্ধে সাবেক সভাপতি নাজমুল হাসানের ঘনিষ্ঠ বলে পরিচিত সাবেক বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে মিটিং করা ও তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট দেওয়া এবং ফাহিমের বিরুদ্ধে বিসিবির ফাইন্যান্স কমিটিতে অনিয়মের অভিযোগ তুলেছেন ফারুক। তবে গতকাল যোগাযোগ করা হলে প্রথম আলোর কাছে বিসিবির এই তিন পরিচালকই সব অভিযোগ অস্বীকার করেছেন।

বোর্ডের বেশিরভাগ পরিচালক ফারুকের প্রতি অনাস্থা জানান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ