রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮ বছরের অপেক্ষার অবসান হলো। প্রথমবারের মতো বেঙ্গালুরু জিতল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা। ১৮ বছর একই দলে খেলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। কিন্তু এবারই প্রথম শিরোপা জিতলেন। 

মাঠের ২২ গজে বিরাট উড়িয়েছেন শিরোপার পতাকা। অপেক্ষা ফুরিয়েছে তার। মাঠের বাইরেও ঠিক এমনই এক জয় হয়েছে কানাডিয়ান র্যাপার ড্রেকের। যিনি বেঙ্গালুরুর পক্ষে ফাইনালে বাজি ধরেছিলেন। 

৭ লাখ ৫০ হাজার ডলার বাজি ধরেছিলেন বিরাট কোহলি, জস হ্যাজেলউডদের জন্য। ভাগ্য তার পাশেই থেকেছে। বেঙ্গালুরু জেতায় বাজিও জিতেছেন ড্রেক। বাজিতে ১.

৩ মিলিয়ন ডলার জিতেছেন এই গ্লোবাল সুপারস্টার। 

আরো পড়ুন:

আইপিএল জেতার মঞ্চে বিরাট বললেন, ‘টেস্ট ক্রিকেটে পারফর্ম করলে লোকে হাত মেলাবে’

‘আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আইপিএল জেতা অবিশ্বাস্য অনুভূতি’

বেঙ্গালুরুর এবারের স্লোগান ছিল, “Ee sala cup namde”—যার মানে “এইবার কাপ আমাদেরই!” ফাইনালের আগে ড্রেক এই স্লোগান পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে। জানিয়ে দেন, আরসিবির জন্য ৭ লাখ ৫০ হাজার ডলার বাজি ধরেছেন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম স্টেকে।

ফাইনালের পর রি-পোস্টে জানান, ১.৩ মিলিয়ন ডলার এখন তার ব্যাংক অ্যাকাউন্টে। ২০২৪ সালের আইপিএলে ড্রেক প্রথমবারের মতো ক্রিকেটে বাজি ধরেছিলেন। সেবার কলকাতা সাইট রাইডার্সের হয়ে বাজি ধরেছিলেন। যারা ফাইনাল জিতেছিল। এবার ড্রেকের ভাগ্য খুলল আরসিবি। 

বাজি ধরে ড্রেক যে শুধু জেতেন বিষয়টি এমন নয়, ফুটবল থেকে শুরু করে বাস্কেটবল, টেনিস, আমেরিকান ফুটবল, এমনকি UFC—সব জায়গাতেই ড্রেকের বাজি ধরে হারের অভিজ্ঞতা রয়েছে। আইপিএলে টানা দ্বিতীয়বার ভাগ্য খুলল তার। নিশ্চয়ই পাখি চোখে পরখ করে পরের আসরগুলোতেও বাজি ধরবেন। 

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক হল ফ ইন ল

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া