বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আজ বিকেলে প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল এই লিংকে (http://ntrca.

teletalk.com.bd/result/) অথবা সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকে জানতে পারবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গত ১২ ও ১৩ জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজর ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন পর ক ষ র পর ক ষ য

এছাড়াও পড়ুন:

১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন

১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা-২০২৫ শেষ হয়েছে। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৬টি স্বর্ণপদক জিতে তারা চ্যাম্পিয়নশিপ জিতে নেয়।

অন্যদিকে, উশুতে ১৬ বছরের রাজত্ব হারিয়েছে আনসার ও ভিডিপি। দীর্ঘদিনের অহংকার উশুর শিরোপা হারিয়ে, সাতটি স্বর্ণ জিতে প্রথম রানারআপ হিসেবে এবারের জাতীয় উশু প্রতিযোগিতা শেষ করেছে সার্ভিস দলটি। তিনটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছে দিনাজপুর জেলা এবং একটি স্বর্ণপদক জিতে চতুর্থ স্থান লাভ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি হয় গতকাল রবিবার (২৭ জুলাই)। পুরষ্কার বিতরণ ও সমাপনীর প্রধান অতিথি হিসেবে চীনা দূতাবাসের সম্মানিত কালচারাল কাউন্সিলর লী শাওপেং উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। আরও উপস্থিত ছিলেন উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশন ও অন্যান সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার এবং বিকেএসপিসহ মোট ২৮টি দলের প্রায় ৪১৮ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার ছিল মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এরমধ্যে সান্দা ফাইটে ছিল ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হয়।

বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি স্বর্ণপদক বিজয়ীকে এওয়ার্ড স্পন্সর প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হয়। দলীয় চ্যাম্পিয়নদের হাতে তুলে দেয়া হয় ট্রফি। এছাড়াও সকল প্রতিযোগীকে টি-শার্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এর আগে, গত ২৩ জুলাই (মঙ্গলবার), উক্ত ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতার খেলাসমূহ শুরু হয় এবং বৃহস্পতিবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, এনডিসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উশুর অন্যতম মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন।

উল্লেখ্য, জাতীয় প্রতিযোগিতা শেষে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ীদের প্রাধান্য দিয়ে আগামী ১লা আগস্ট থেকে মিরপুর ক্রীড়া পল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে নিতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন