Risingbd:
2025-11-02@18:59:20 GMT

গাজা এখন নরকের চেয়েও খারাপ

Published: 4th, June 2025 GMT

গাজা এখন নরকের চেয়েও খারাপ

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক জানিয়েছেন, গাজার পরিস্থিতি এখন নরকের চেয়েও খারাপ হয়ে উঠেছে।

জেনেভায় আইসিআরসি সদর দপ্তরে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

স্পোলজারিক জানিয়েছেন, মানবতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলি যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনিদের দুর্ভোগ বন্ধ করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

তিনি বলেছেন, “ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনকে ফাঁকা করে দেওয়া হচ্ছে। গাজায় যা ঘটছে তা যেকোনো গ্রহণযোগ্য আইনি, নৈতিক এবং মানবিক মানকে ছাড়িয়ে গেছে।”

আইসিআরসি একটি আন্তর্জাতিক সংস্থা যেটি যুদ্ধক্ষেত্রে কাজ করে। গাজায় এর ৩০০ জনেরও বেশি কর্মী রয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

গত কয়েকদিনে ত্রাণ সংগ্রহ করতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আইসিআরসি জানিয়েছে, মঙ্গলবার সকালে তাদের রাফাহ সার্জিক্যাল টিম ১৮৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করেছে, যার মধ্যে ১৯ জন পৌঁছানোর পরপরই মারা গেছেন এবং আরও আটজন আহত হয়ে মারা গেছেন। এক বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি ফিল্ড হাসপাতালে একক ঘটনায় হতাহতের সর্বোচ্চ সংখ্যা।

গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ৪০০ ছাড়িয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস আরস

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ