রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো আইপিএলের ফাইনালের মঞ্চে শিরোপার অপেক্ষায় ছিল পাঞ্জাব কিংসও। ১৮ আসর পেরিয়ে গেলেও এখনও প্রথম শিরোপার খোঁজে প্রীতি জিনতার দল। বারবার ছন্দপতন, বারবার ব‌্যর্থতা, তবুও পাঞ্জাব কিংস হাল ছাড়ে না। 

এবার রিকি পন্টিংয়ের অধীনে দলটাকে মনে হচ্ছিল শিরোপা তাদেরই প্রাপ‌্য। লিগ পর্ব থেকে শুরু করে কোয়ালিফায়ার, হোম ও অ‌্যাওয়ে ম‌্যাচ সবকটিতেই দাপট দেখিয়ে পাঞ্জাব কিংস উঠেছিল ফাইনালে। দ্বিতীয়বার ফাইনালে উঠেও প্রথমবার শিরোপা ছোঁয়া হলো না তাদের। 

হাতের মুঠোয় থেকে ম‌্যাচ ছিনিয়ে নিয়েছে বেঙ্গালুরু। পাঞ্জাবের লক্ষ‌্য তাড়ায় ভরসা ছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অভিজ্ঞতায় আইয়ার পিছিয়ে নেই। কিন্তু মেগা ফাইনালে জ্বলে উঠার আগেই তাকে ফিরে যেতে হয় ড্রেসিংরুমে।  

আরো পড়ুন:

বিরাটদের পক্ষে বাজি ধরে ১.

৩ মিলিয়ন ডলার জিতলেন র‌্যাপার ড্রেক

আইপিএল জেতার মঞ্চে বিরাট বললেন, ‘টেস্ট ক্রিকেটে পারফর্ম করলে লোকে হাত মেলাবে’

পেসার রোমারিও শেফার্ডের কাটার জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে আলগা শটে উইকেটের পেছনে ক‌্যাচ দেন পাঞ্জাবের অধিনায়ক। মাত্র ১ রানে থেমে যায় তার ফাইনালের ইনিংস। 

দলের হারের জন্য আইয়ারের উইকেটকে বড় মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং। তার মতে এমন কঠিন মুহূর্তে এতো বড় মঞ্চে আইয়ার স্রেফ আত্মসমর্পণ করেছেন। যা তার কাছে, ‘‘ক্রিমিনাল অফেন্স।’’ 

এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেছেন, ‘‘যে শটটা শ্রেয়াস আইয়ার ফাইনাল ম‌্যাচে খেলেছে সেটা ক্রিমিনাল অফেন্স। এটা সম্পূর্ণ আমার মত। অশোক মানকাদও আমাকে নিশ্চিত করেছে যে এটা ক্রিমিনাল অফেন্স। যা ধারায় ৩০২ নম্বরে আছে। সে আমাকে আরও বলেছে যে এর পরিণতি হবে দুই ম‌্যাচের নিষেধাজ্ঞা। শ্রেয়স যা করেছে তা গ্রহণযোগ্য নয়। এর জন্য কোনও ক্ষমা চাওয়া যাবে না।’’

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ম ন ল অফ ন স র ফ ইন ল আইয় র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ট্রেনটি এখন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করবে ভোর ৫টা ৫০ মিনিটে।

আর কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর ট্রেন) ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়বে সকাল ১০টায়। এখন এ ট্রেন ছাড়ে ১০টা ২০ মিনিটে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান।

রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকের সই করা এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে এখন দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন।

কক্সবাজার রেললাইনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। প্রথমে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তনগর বিরতিহীন ট্রেন দেওয়া হয়। এরপর গত বছরের জানুয়ারিতে চলাচল শুরু করে পর্যটক এক্সপ্রেস। এটাও দেওয়া হয় ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে ট্রেন না দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেন। এরপর ইঞ্জিন ও কোচের সংকটের কথা বলে গত বছরের ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চাপে সেই অবস্থান থেকে সরে আসে রেলওয়ে। গত বছরের ১২ জুন থেকে আবার চালু হয় ট্রেন। আর নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে।

সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।

আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

সম্পর্কিত নিবন্ধ