২১ হাজার অবৈধ সিমসহ ভিওআইপি সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ১
Published: 5th, June 2025 GMT
রাজধানীর দক্ষিণখানে বিশেষ অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি অবৈধ সিমকার্ড ও বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম জব্দ করেছে র্যাব-১। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) ও জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) কারিগরি সহায়তায় দক্ষিণখান থানা এলাকার মোল্লারটেকের শহীদ লতিফ রোডের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় নজরুল ইসলামকে (৩৮)। তিনি ওই বাড়িতে থেকে ছয় মাস ধরে অবৈধ ভিওআইপি কার্যক্রম চালিয়ে আসছিলেন।
র্যাব জানায়, নজরুল সফটওয়্যারনির্ভর সিস্টেম ব্যবহার করে দেশে অবৈধ সার্ভার বসিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন লক্ষাধিক মিনিটের আন্তর্জাতিক কল বাংলাদেশে ‘রাউট’ করতেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
অভিযানের সময় নজরুলের বাড়ি থেকে ৯টি ১২৮ পোর্টের সিমবক্স, ৫টি ২৫৬ পোর্টের সিমবক্স, ৯টি ৫১২ পোর্টের সিমবক্স, ১টি ল্যাপটপ, ১টি নোটপ্যাড, ২টি মুঠোফোন, ২টি ৮ পোর্টের টিপি লিংক সুইচ, ৩টি রাউটার এবং সর্বমোট ২১ হাজার ৩৯০টি মোবাইল সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১–এর ভাষ্য অনুযায়ী, এ ধরনের অবৈধ ব্যবসায়ীরা প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে বিদেশি কল বাংলাদেশের অভ্যন্তরে আনার মাধ্যমে সরকারকে বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত করছেন।
র্যাব আরও জানায়, ভিওআইপি চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তারা ইতিমধ্যে প্রায় ৬০০টি অভিযান চালিয়েছে এবং এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সরকারের নির্দেশনায় বিটিআরসি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে এই অভিযান অব্যাহত রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন