ব্রিটিশ কাউন্সিলের সিটিসি গ্র্যান্টসের আবেদন শুরু, মিলবে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড
Published: 6th, June 2025 GMT
শিল্প ও সাংস্কৃতিক খাতে আন্তর্জাতিক অংশীদারত্বের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি)’ গ্র্যান্টসের আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ, যুক্তরাজ্যসহ ১৯টি অংশীদার দেশের শিল্পী ও সৃজনশীল প্রতিষ্ঠানগুলো এই অনুদানের মাধ্যমে বহুপক্ষীয় সাংস্কৃতিক প্রকল্পে কাজ করতে পারবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।
সিটিসি প্রকল্পে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান দেওয়া হবে। রেসিডেন্সি, পারফরম্যান্স, পলিসি ল্যাব, প্রদর্শনী, গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ এই অনুদানের আওতায় আসবে, যা অর্থবহ সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করতে সহায়তা করবে। স্থাপত্য, নকশা, ফ্যাশন ও কারুশিল্প, থিয়েটার, নৃত্য ও সার্কাস, সাহিত্য, চলচ্চিত্র ও সৃজনশীল প্রযুক্তি, ভিজ্যুয়াল আর্টস, সংগীতসহ সব শাখা থেকে আবেদন গ্রহণযোগ্য। প্রকল্প ডিজিটাল, সশরীর কিংবা হাইব্রিড হতে পারবে। এর মেয়াদ এ বছরের অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।
গত বছর বাংলাদেশসহ বিশ্বজুড়ে ৮৪টি প্রকল্প এই অনুদান পেয়েছিল। এবার প্রায় ৯০টি যৌথ উদ্যোগ অনুদান পাবে।
উদ্যোগ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল সাউথ এশিয়ার রিজিওনাল আর্টস ডিরেক্টর জিল রিচেনস বলেছেন, ‘কানেকশনস থ্রু কালচার শুধু একটি গ্র্যান্ট প্রোগ্রামই নয়, এ উদ্যোগ সৃজনশীল অংশীদারত্বে পরিবর্তন আনতে একটি প্রভাবকের ভূমিকা পালন করবে। যেসব প্রকল্প শিল্পকলা ক্ষেত্রে বৈচিত্র্য ও উদ্ভাবন নিয়ে কাজ করবে এবং সংস্কৃতি ও সমাজের মধ্যে সেতুবন্ধ গড়ে তুলতে ভূমিকা রাখবে, আমরা সেসব প্রকল্প বাস্তবায়নে পাশে থাকতে চাই।’
আবেদনের শেষ সময়
এ অনুদান পেতে আবেদনের শেষ সময় ২৩ জুন রাত আটটা (বাংলাদেশ সময়)।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ট শ ক উন স ল প রকল প অন দ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।