বিজয় উদ্যাপনে ১১ জনের মৃত্যু: কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে পুলিশের এফআইআর
Published: 6th, June 2025 GMT
আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত বিজয় উদ্যাপন ঘিরে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়ে পদদলনের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের, আহত হয়েছেন ৬৪ জন। এই ঘটনায় আরসিবি, তাদের ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে এফআইআর করেছে বেঙ্গালুরু পুলিশ।
পুলিশ দাবি করেছে, তারা আগেই এই অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি। কারণ, আগের রাত থেকেই শহরে ভিড় সামলাতে ব্যস্ত ছিলেন নিরাপত্তাকর্মীরা। তারপরও আরসিবি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো পুলিশের নির্দেশনা উপেক্ষা করে উদ্যাপন আয়োজন করে।
পুলিশের এফআইআরে উল্লেখ করা হয়েছে, ৪ জুন সকালে আরসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিজয় মিছিল ও স্টেডিয়ামে অনুষ্ঠানের কথা ঘোষণা করে। জানানো হয়, দর্শকদের জন্য স্টেডিয়ামে প্রবেশ ফ্রি পাসে পাওয়া যাবে। এই ঘোষণার পর লাখ লাখ সমর্থক চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হতে শুরু করেন।
সেদিন লাখ লাখ সমর্থক চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন