আর বায়োপিক করবা- আরিফিন শুভকে 'নীলচক্র' নায়িকার খোঁচা
Published: 6th, June 2025 GMT
ঈদের সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’–এর নায়ক আরিফিন শুভ এবার মাঠে নেমেছেন একেবারে ভিন্ন মুডে; যেখানে নেই সাসপেন্স থ্রিলার, বরং নায়িকা মন্দিরা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একে-অপরকে চোখ রাঙিয়ে করেছেন ফানি পোস্ট। ঈদের একদিন আগে, শুক্রবার সকালে আরিফিন শুভ নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেন ‘নীলচক্র’ সিনেমার একটি ভিডিও। এটি দেখে দর্শক বুঝতে পারবেন, ‘নীলচক্র’ শুধু একটি সাসপেন্স থ্রিলার না—এর প্রমোশন স্টাইলও সমান থ্রিলিং।
প্রায় তিন মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকা মুখোমুখি লড়াইয়ে দেখা যায়।
ফাঁস হয়েছে, মন্দিরা কেন শুভকে ‘বেবস’ বলেন না, কীভাবে বানিয়েছেন শুভ তার সিক্স-প্যাক, এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও করেছেন মজার মন্তব্য। মন্দিরাকেও ছাড়েননি শুভ—ইন্টারনেটে তার প্রকাশিত ছবি নিয়ে ঠাট্টা করতে দেখা গেছে তাকে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী মুখোমুখি বসে যা বলেছেন, তা শুনলে মনে হবে—পুরনো বন্ধুরাও হয়তো এত খোঁচাখোঁচি করেন না!
ভিডিওতে মন্দিরাকে শুভ বলেন, ''আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?'' মন্দিরার রসিক জবাব, 'তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না।' ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন করেন, 'কী আর বায়োপিক করবা?' শুভ পাল্টা প্রশ্ন ছোড়েন ফাজলামি করে, 'তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট?'
মিঠু খানের পরিচালনায় ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ ন শ ভ ঈদ র স ন ম আর ফ ন শ ভ ন লচক র মন দ র
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ