আর বায়োপিক করবা- আরিফিন শুভকে 'নীলচক্র' নায়িকার খোঁচা
Published: 6th, June 2025 GMT
ঈদের সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’–এর নায়ক আরিফিন শুভ এবার মাঠে নেমেছেন একেবারে ভিন্ন মুডে; যেখানে নেই সাসপেন্স থ্রিলার, বরং নায়িকা মন্দিরা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একে-অপরকে চোখ রাঙিয়ে করেছেন ফানি পোস্ট। ঈদের একদিন আগে, শুক্রবার সকালে আরিফিন শুভ নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেন ‘নীলচক্র’ সিনেমার একটি ভিডিও। এটি দেখে দর্শক বুঝতে পারবেন, ‘নীলচক্র’ শুধু একটি সাসপেন্স থ্রিলার না—এর প্রমোশন স্টাইলও সমান থ্রিলিং।
প্রায় তিন মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকা মুখোমুখি লড়াইয়ে দেখা যায়।
ফাঁস হয়েছে, মন্দিরা কেন শুভকে ‘বেবস’ বলেন না, কীভাবে বানিয়েছেন শুভ তার সিক্স-প্যাক, এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও করেছেন মজার মন্তব্য। মন্দিরাকেও ছাড়েননি শুভ—ইন্টারনেটে তার প্রকাশিত ছবি নিয়ে ঠাট্টা করতে দেখা গেছে তাকে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী মুখোমুখি বসে যা বলেছেন, তা শুনলে মনে হবে—পুরনো বন্ধুরাও হয়তো এত খোঁচাখোঁচি করেন না!
ভিডিওতে মন্দিরাকে শুভ বলেন, ''আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?'' মন্দিরার রসিক জবাব, 'তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না।' ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন করেন, 'কী আর বায়োপিক করবা?' শুভ পাল্টা প্রশ্ন ছোড়েন ফাজলামি করে, 'তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট?'
মিঠু খানের পরিচালনায় ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ ন শ ভ ঈদ র স ন ম আর ফ ন শ ভ ন লচক র মন দ র
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল