আধুনিক সমাজে বিচ্ছিন্নতা বাড়ছে, যৌথ পরিবারগুলো একক পরিবারে পরিণত হচ্ছে। এখন পরিবার বলতে আমরা শুধু মা-বাবা, ভাই-বোনকে বুঝি। একক পরিবারেও কখনো কখনো বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে।

মা-বাবার সঙ্গে সন্তানের বিচ্ছিন্নতা কি সম্ভব? এ বিষয়ে বৃহৎ পরিসরে তেমন কোনো গবেষণা এখনো হয়নি। তবে এখন পর্যন্ত যেসব গবেষণার তথ্য হাতে আছে, সে অনুযায়ী মা-বাবা ও সন্তানের মধ্যে বিচ্ছিন্নতা আশ্চর্যজনকভাবে খুব সাধারণ ঘটনা।

নিজের ২১তম জন্মদিনের কয়েক দিন পর মায়ের সঙ্গে ফোনে তুমুল ঝগড়া হয় সারাহর। রাগে, ক্ষোভে প্রথমবারের মতো মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এই তরুণী। সারাহ (ছদ্মনাম) বলেন, ‘আমার খুব রাগ হয়েছিল।’

সারাহর রাগের কারণ তাঁর জন্মদিন উদ্‌যাপনে মা-বাবার অংশ না নেওয়া। কারণ হিসেবে তাঁরা অতিরিক্ত ব্যস্ততার কথা বলেছিলেন, যা মেনে নিতে পারেননি সারাহ। তবে এটাই তাঁর ক্ষোভের একমাত্র কারণ নয়।

সবকিছুর প্রতি মায়ের অনীহা, আত্মকেন্দ্রিকতা এবং মেয়ের জীবনের প্রতি চরম অনাগ্রহ প্রকাশের ফলে মায়ের ওপর ভীষণ বিরক্ত হয়ে পড়েছিলেন সারাহ। সারাহর মা তাঁর শিক্ষাগ্রহণকে অপ্রয়োজনীয় ও তুচ্ছ করে দেখাতেন এবং পারিবারিক খামারের কাজে সাহায্য করার জন্য সারাহকে নিয়মিত চাপ দিতেন।

সারাহর রাগের কারণ, অতিরিক্ত ব্যস্ততার কথা বলে তাঁর জন্মদিন উদ্‌যাপনে মা-বাবার অংশ না নেওয়া, যা মেনে নিতে পারেনি সারাহ। তবে এটাই তাঁর ক্ষোভের একমাত্র কারণ নয়।

তবে মায়ের যে বিষয়টি সারাহকে সবচেয়ে বেশি কষ্ট দিত, তা হলো, কর্তৃত্ববাদী ও মাঝেমধ্যে নির্যাতনকারী হয়ে ওঠা বাবার হাত থেকে তাঁকে রক্ষা করতে মায়ের ব্যর্থতা।

দুই থেকে তিন বছর সারাহ তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ একেবারেই বন্ধ রেখেছিলেন। সারাহর মা-ও তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেননি। সে সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে সারাহ বলেন, ‘আমার মুক্তি পাওয়ার অনুভূতি হয়েছিল।’

তবে সারাহ যখন বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তিনি সবকিছু তিক্ততার মধ্যে ফেলে যেতে চাননি। তাই তিনি মা-বাবার সঙ্গে আবার যোগাযোগ করেন। কিন্তু এত দিন পর মেয়ের ফিরে আসা নিয়ে তাঁদের মধ্যে কোনো আবেগের বহিঃপ্রকাশ দেখতে পাননি বলে জানান সারাহ।

সারাহ বলেন, তাঁদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না, এমনকি তাঁদের আচরণে মনে হয়েছে যেন কিছুই ঘটেনি। পরের দুই–তিন দশকে আরও কয়েক দফা মা-বাবার সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন সারাহ।

সমাজে এখনো এটা একটি ট্যাবু। এটা বেশ ভয়জাগানিয়া একটি প্রসঙ্গ, যা নিয়ে মানুষ কথা বলতে চায় না। তাঁদের ধারণা, এটা কেবল অন্যদের সঙ্গেই ঘটে।লুসি ব্লেক, ওয়েস্ট অব ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক

অনেকেই মনে করেন যে পরিবারে সদস্যদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ছে। কিন্তু এটা প্রমাণ করার মতো তথ্য পাওয়া কঠিন।

তবে যেসব তথ্য পাওয়া যায়, সেসব তথ্য অনুযায়ী বিষয়টি আশ্চর্যজনকভাবে সাধারণ ঘটনা। অথচ নিজের মা–বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিঃসন্দেহে একটি কঠিন সিদ্ধান্ত।

সন্তানকে সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যাখ্যা দিন, ভালোমন্দ দিকগুলো তুলে ধরুন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব চ ছ ন নত পর ব র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ