২৫ বছর ধরে চ্যানেল আইয়ে দুই ঈদের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন রেজানুর রহমানের ঈদের নাটক প্রচার হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘একটি পারিবারিক গল্পের খসড়া’।
বউ–শাশুড়ির দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তার করুণ পরিণতি রয়েছে নাটকটিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকের তথ্য জানানো হয়েছে।


‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নাটকের কাহিনি অনেকটা এ রকম: সংসার হলো মায়ার খেলা। শ্রদ্ধা, ভালোবাসা আর গুরুত্বের নির্যাসে সংসারে মা, বাবা, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে মায়ার সৃষ্টি হয়। এ নাটকে এই মায়ার কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংসারে বউ–শাশুড়ির যুদ্ধ নতুন ঘটনা নয়। তাই বলে বিষয়টিকে উপেক্ষা করাও উচিত নয়। তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তা–ই ফুটে উঠেছে নাটকটিতে।

অভিনয় করেছেন দিলারা জামান, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, রাজিব সালেহীন, মাহফুজা আফনান অপ্সরা, রুনি, দীপান্বিতা প্রমুখ। আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ন ল আইয়

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ