২৫ বছর ধরে চ্যানেল আইয়ে দুই ঈদের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন রেজানুর রহমানের ঈদের নাটক প্রচার হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘একটি পারিবারিক গল্পের খসড়া’।
বউ–শাশুড়ির দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তার করুণ পরিণতি রয়েছে নাটকটিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকের তথ্য জানানো হয়েছে।


‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নাটকের কাহিনি অনেকটা এ রকম: সংসার হলো মায়ার খেলা। শ্রদ্ধা, ভালোবাসা আর গুরুত্বের নির্যাসে সংসারে মা, বাবা, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে মায়ার সৃষ্টি হয়। এ নাটকে এই মায়ার কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংসারে বউ–শাশুড়ির যুদ্ধ নতুন ঘটনা নয়। তাই বলে বিষয়টিকে উপেক্ষা করাও উচিত নয়। তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তা–ই ফুটে উঠেছে নাটকটিতে।

অভিনয় করেছেন দিলারা জামান, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, রাজিব সালেহীন, মাহফুজা আফনান অপ্সরা, রুনি, দীপান্বিতা প্রমুখ। আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ন ল আইয়

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ