‘আর বায়োপিক করবা?’ শুভকে মন্দিরার প্রশ্ন
Published: 6th, June 2025 GMT
বায়োপিকে অভিনয়, এক টাকা পারিশ্রমিক নেওয়া থেকে সরকারি প্লট পাওয়া—বছর দুয়েক ধরে আরিফিন শুভকে নিয়ে আলোচনার শেষে নেই। বারবার বিদ্রূপের মুখেও পড়ছেন তিনি।
এবার নিজেই সেসব প্রসঙ্গ সামনে আনলেন আরিফিন শুভ। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘নীলচক্র’ সিনেমার প্রচারণা ভিডিওতে খোলামেলা কথা বলেছেন তিনি। ভিডিওতে খোশমেজাজে দেখা গেছে শুভকে; সঙ্গে ছিলেন মন্দিরা চক্রবর্তী।
ভিডিওতে দেখা গেছে, মন্দিরা প্রশ্ন করলেন, ‘তুমি আর করবা?’ শুভ জানতে চাইলেন, ‘কী?’ মন্দিরা বললেন, ‘বায়োপিক?’ শুভ বললেন, ‘অ্যাক্টর মানুষ, বায়োপিক করব। কী অসুবিধা? আমাকে যদি ডিরেক্টর বলে, তোমার বায়োপিক করতে, করব। এখন ধরো বায়োপিক করার জন্য তো তিন–চার বছর সময় লাগে। পারিশ্রমিক কী দিবা, টাকা নাকি প্লট? আমি শুনেছি, তুমি নাকি অনেক বড়লোক। অনেক ফ্ল্যাট আছে। ওখান থেকে একটা দিয়ে দিয়ো আমারে।’
আরিফিন শুভ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন দ র
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ