আইয়ার আমার স্বামী, আমি ওর সন্তানের মা—মনে মনেই বিয়ে সেরে ফেলেছেন ‘বিগ বস’ তারকা
Published: 7th, June 2025 GMT
শ্রেয়াস আইয়ার কি জানেন, তিনি এখন বিবাহিত?
ভারতের ৩০ বছর বয়সী ব্যাটসম্যান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও তাঁর সঙ্গে মনে মনে বিয়ে সেরে ফেলেছেন এক মডেল ও নায়িকা। শুধু মনে মনে বিয়েই সারেননি, সন্তানের মা–ও হয়ে গেছেন।
এই মডেল ও নায়িকার নাম এডিন রোজ। দুবাইয়ে জন্ম ও বেড়ে ওঠা রোজ ভারতের বিনোদন অঙ্গনে আলোচিত ‘বিগ বস ১৮’ দিয়ে। রোজের আইয়ার-প্রীতিও নতুন কিছু নয়। তবে এবার এক অনুষ্ঠানে এসে কল্পনায় বিয়ে সেরে বাচ্চার মা হয়ে হয়ে যাওয়ারও ‘খবর’ শুনিয়েছেন রোজ।
ফিল্মিজ্ঞান নামের একটি ইউটিউব চ্যানেলে হাজির হয়ে নিজের ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তামিল সিনেমা ‘রাবানাসুরাা’য় কাজ করা রোজ। সেখানে একপর্যায়ে ভালো লাগার প্রসঙ্গে বলতে গিয়ে রোজ বলেন, ‘আমি যে শ্রেয়াস আইয়ারকে পছন্দ করি, সেটা “বিগ বস”–এর প্রথম থেকে সবাই জানে। অনেকবার বলেছি। এমন না যে প্রচারের জন্য বলেছি। তাঁকে আমার ভালো লাগে। ভালো লাগার কথাই বলেছি। যার যাকে পছন্দ, সে তার কথাই তো বলবে।’
সঞ্চালক আগের আলোচনার সূত্র ধরে রোজকে বলেন, ‘তুমি তো নিজেকে শ্রেয়াস আইয়ারের স্ত্রী হিসেবেও দাবি করেছ।’ জোরের সঙ্গে ‘অবশ্যই’ উচ্চারণ করে রোজ যোগ করেন, ‘ইতিবাচক মানসিকতা তো থাকতে হবে। আমি তো বিশ্বাস করি আমি আইয়ারের বাচ্চার মা। মানসিকভাবে আমি তো তার সঙ্গে বিবাহিতই। এটাই সাফ কথা।’
আরও পড়ুনবিয়ের প্রস্তাব প্যারিসের পার্কে, প্রেম শুরু হয়েছিল ৭টি ফ্রিজ উপহার দিয়ে১৮ মে ২০২৫সঞ্চালক হাসতে হাসতে ‘শ্রেয়াস আইয়ারের বাচ্চার মা’ বলতে থাকলে রোজ আত্মবিশ্বাসের সঙ্গে আবারও নিজের কথার পুনরাবৃত্তি করেন, ‘হ্যাঁ, মানসিকভাবে আমি সে জায়গাতেই আছি।’
অবশ্য এখন পর্যন্ত পাঞ্জাব কিংস অধিনায়কের সঙ্গে দেখা হয়েছে কি না জিজ্ঞাসায় ‘না’–ই বলেছেন রোজ।
২০২০ সালে দুবাই থেকে ভারতে ফিরে আসা এই রোজ যে ক্রিকেটার ও নায়িকাদের জুটি বেশ পছন্দ করেন, সেটি বোঝা গেছে অন্য একটি প্রশ্নের উত্তরেও। তাঁর মতে, প্রেমের আদর্শ জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মা। ক্রিকেট ও বলিউডের দুই তারকার নাম উল্লেখ করে রোজ বলেন, ‘তাদের মতো সুন্দর, একে অপরকে সম্মান করা জুটি আমি আর দেখিনি। যদি কাউকে বলি, আমি কেমন বিয়ে চাই—আমি বিরাট-আনুশকাকে দেখাব।’
আরও পড়ুনকোহলি–আনুশকা থেকে পন্ত–ইশা: ভারতীয় ক্রিকেটারদের ‘লাভ স্টোরি’২৩ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র য় স আইয় র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন