রাস্তায় দাঁড়িয়ে রিকশা ভাড়া করার সময় ট্রাকচাপায় শিক্ষানবিশ চিকিৎসক নিহত
Published: 8th, June 2025 GMT
সিলেটে ট্রাকের চাপায় রহিমা আক্তার (২৭) নামের এক শিক্ষানবিশ চিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে নগরের জিতু মিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা আক্তার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক এবং দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নসরের মেয়ে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে সিলেট নগরের জিতু মিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে কথা বলছিলেন রহিমা। এ সময় দক্ষিণ সুরমার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ওই চিকিৎসক ও রিকশাচালককে চাপা দেয়। একপর্যায়ে রাস্তায় চলাচল করা আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে রহিমা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে তিনটার দিকে রহিমার মৃত্যু হয়।
ঘটনার পর পর ট্রাকের চালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়েছেন বলে জানান সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব। তিনি বলেন, তাঁদের আটকের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক