জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা খুব ভালো একটা নির্বাচন চাই। আমরা আশা করব, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না। তাহলে শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারব না। শহীদদের রক্তের প্রবঞ্চনা হবে, এমন নির্বাচন আমরা চাই না। সুন্দর, সুষ্ঠু একটা নির্বাচন চাই আমরা।’

আজ রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুর রহমান। সভার শেষ পর্যায়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাঁকে প্রশ্ন করেন, কেমন নির্বাচন তাঁরা চান। এর জবাবে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

এর আগে ৬ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানান।

নিজের জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে নির্বাচন করবেন কি না, জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘আমি নির্বাচন করব সারা বাংলাদেশে ইনশা আল্লাহ, ৩০০ আসনে। আমি সেসব প্রার্থীর জন্য সারা দেশে ঘুরব, যাঁরা সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ চান, তাঁরা ইসলামি জনতা হবেন, দেশপ্রেমী জনতা হবেন। আর নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্বাচন করার নির্দেশ দেয়, তাহলে এই নির্দেশ, সিদ্ধান্তের বাইরে আমি নই। আমি এখানে নির্বাচন করি না করি, আমি কুলাউড়ার সন্তান।’

জামায়াতের আমির বলেন, ‘এ দেশে আয়নাঘর নামে টর্চার সেল করা হয়েছিল। ইতালিতে মুসোলিনি এটা করেছিল। বাংলাদেশে এর ছায়া কায়েম করেছিল গত সরকার। অনেক মায়ের বুক খালি হয়েছিল। আজ পর্যন্ত ইলিয়াস আলীর (বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য) পরিবার জানে না তিনি জীবিত আছেন কি না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আয়নাঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। কেন একটা স্বাধীন দেশে এটা হবে। এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে।’

দুপুর ১২টার দিকে কুলাউড়া পৌরসভার মিলনায়তনে সভা শুরু হয়। সংগঠনের উপজেলা শাখার আমির আবদুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমির আবদুর রহমান, ঢাকার পল্টন শাখার আমির শাহীন আহমদ খান, ইসলামী আন্দোলন, বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবদুল কুদ্দুছ, কুলাউড়ার শ্রীপুর মাদ্রাসার অধ্যক্ষ শামছুল হক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ এনাম প্রমুখ।

আরও পড়ুনজাতি যেনতেন নির্বাচন চায় না: জামায়াতের আমির০৭ জুন ২০২৫আরও পড়ুননির্বাচনী রোডম্যাপ ঘোষণায় জামায়াতের সন্তোষ প্রকাশ০৬ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ম য় ত র আম র ইসল ম

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড স্টেশন এলাকায় পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮)। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেজবাহ উদ্দিনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকায়। তিনি ওই এলাকার শেখ আমান উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজারের লিংক রোড এলাকার বিসিক শিল্পনগরীর কয়েকটি প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহ করতেন। পরিবার নিয়ে ওই ভবনেরই দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, আজ ফজরের নামাজ শেষে তিনি বাসার ছাদে গিয়েছিলেন। পরে ভবনের নিচে মেজবাহ উদ্দিনের মরদেহ পাওয়া যায়। কেউ পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে মেজবাহকে হত্যা করেছেন।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মেজবাহ উদ্দিনকে একাই ছাদে উঠতে দেখা গেছে। তাঁর মাথার টুপি, পরনের জামা, প্যান্ট, জুতা সবই ঠিকঠাক ছিল। কেউ পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ