রোনালদো–এমবাপ্পে কি একই মানুষের হাতে ব্যালন ডি’অর তুলে দিলেন
Published: 8th, June 2025 GMT
মৌসুমের শেষ দিকে বরাবরই এই আলাপটা সামনে আসে—কে জিতবেন এবার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্যালন ডি’অর? মৌসুমজুড়ে পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই তালিকায় বেশ কিছু নাম উঠে আসে।
সেই নামগুলোর মধ্য থেকে কেউ একজন জেতেন পুরস্কারটি। বরাবরের মতো এবারও ব্যালন ডি’অর–সংক্রান্ত আলোচনা এখন তুঙ্গে। যে প্রসঙ্গে নিজেদের মত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো-কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
এবার অবশ্য নিরঙ্কুশ কোনো ফেবারিট নেই। মৌসুমজুড়ে একাধিক ফুটবলার নৈপুণ্য প্রদর্শন করেছেন। তবে লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও উসমান দেম্বেলের নাম বাকিদের চেয়ে একটু বেশি জোরের সঙ্গে শোনা যাচ্ছে। বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে থাকা ইয়ামাল লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।
আরও পড়ুনআগামী বছর কীভাবে ব্যালন ডি’অর জিতবেন জানালেন ইয়ামাল ০৩ জুন ২০২৫স্পেনের হয়ে আজ রাতে সুযোগ আছে নেশনস লিগ জেতার। ইয়ামালের মতো রাফিনিয়াও লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। জাতীয় দলের হয়ে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারেননি এই উইঙ্গার। অন্যদিকে দেম্বেলে এবার পিএসজির হয়ে জিতেছেন ঐতিহাসিক ট্রেবল। যেখানে আছে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফিও।
উসমান দেম্বেলেই কি জিতবেন ব্যালন ডি’অর.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে সুলতানা আক্তার রত্না (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রত্না ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মরদেহের সঙ্গে একটি কাপড়ের ব্যাগ ছিল। যার ভেতরে রত্নার পরনের কাপড় ও দুইটি সেদ্ধ ডিম ছিল। এছাড়া, তিনি এক হাতে মোবাইল ফোনের কাভার ধরে ছিলেন। তবে, মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
আরো পড়ুন:
হবিগঞ্জে নিজ ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ
পিয়াইন নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের লাশ
রত্নার বড় ভাই মামুন ইসলাম বলেন, ‘‘সকাল ৭টার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে ধানখেতে এক মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি ডাক-চিৎকার করলে গিয়ে দেখি, সেটি আমার বোন।’’
রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, ‘‘‘গত রাত ১২টার দিকে বাইরে থেকে বাড়িতে ফেরার পর রত্না আমাকে ভাত বেড়ে দেয়। রাত দেড়টা পর্যন্ত সজাগ ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি, মেয়ের ঘরের দরজা খোলা। স্ত্রী জানায়, মেয়ে ঘরে নেই। এর কিছুক্ষণ পর খবর পাই, ধানখেতে এক মেয়ের মরদেহ পাওয়া গেছে। পরে দেখি, সেটা আমার মেয়ে।’’
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’’
ঢাকা/নাঈম/রাজীব