রোনালদো–এমবাপ্পে কি একই মানুষের হাতে ব্যালন ডি’অর তুলে দিলেন
Published: 8th, June 2025 GMT
মৌসুমের শেষ দিকে বরাবরই এই আলাপটা সামনে আসে—কে জিতবেন এবার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্যালন ডি’অর? মৌসুমজুড়ে পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই তালিকায় বেশ কিছু নাম উঠে আসে।
সেই নামগুলোর মধ্য থেকে কেউ একজন জেতেন পুরস্কারটি। বরাবরের মতো এবারও ব্যালন ডি’অর–সংক্রান্ত আলোচনা এখন তুঙ্গে। যে প্রসঙ্গে নিজেদের মত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো-কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
এবার অবশ্য নিরঙ্কুশ কোনো ফেবারিট নেই। মৌসুমজুড়ে একাধিক ফুটবলার নৈপুণ্য প্রদর্শন করেছেন। তবে লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও উসমান দেম্বেলের নাম বাকিদের চেয়ে একটু বেশি জোরের সঙ্গে শোনা যাচ্ছে। বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে থাকা ইয়ামাল লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।
আরও পড়ুনআগামী বছর কীভাবে ব্যালন ডি’অর জিতবেন জানালেন ইয়ামাল ০৩ জুন ২০২৫স্পেনের হয়ে আজ রাতে সুযোগ আছে নেশনস লিগ জেতার। ইয়ামালের মতো রাফিনিয়াও লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। জাতীয় দলের হয়ে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারেননি এই উইঙ্গার। অন্যদিকে দেম্বেলে এবার পিএসজির হয়ে জিতেছেন ঐতিহাসিক ট্রেবল। যেখানে আছে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফিও।
উসমান দেম্বেলেই কি জিতবেন ব্যালন ডি’অর.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে চার শিক্ষকের পদত্যাগ
ফাইল ছবি