দুই দলই একবার করে নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯ সালে প্রথম আসরেই এই ট্রফির সাধ নিয়েছিলেন পর্তুগালের রোনালদো। ২০২৩ সালে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তবে সেই স্কোয়াডে ছিলেন লামিনে ইয়ামাল।
আজ মিউনিখে (বাংলাদেশ সময় রাত একটায়, সনি স্পোর্টস ফাইভ–এ সরাসরি সম্প্রচার ) যখন নেশন্স লিগের এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন–পর্তুগাল, তখন ম্যাচটির পোস্টার বয় রোনালদো আর ইয়ামাল। বছর সতেরোর সঙ্গে চল্লিশের লড়াই! যদিও ম্যাচটিকে এভাবে দেখতে নারাজ ক্রিস্টিয়ানো রোনালদো। তার কথায় ইয়ামাল ছেলের বয়সী। তুলনাটা এভাবে না দিয়ে বরং দুই প্রজন্মের লড়াই বলা যেতে পারে। ‘আপনারা ক্রিস্টিয়ানোর সঙ্গে অন্য কারো যে তুলনাটি দিচ্ছেন তা কাজে আসবে না। এটা একটা প্রজন্মের সঙ্গে আরেকটা প্রজন্মের পার্থক্য। একজন মাত্র এসেছে, আরেকজন মঞ্চ থেকে প্রায় চলে যাচ্ছে। এখন আপনারা যদি আমাকে অন্য প্রজন্মের মধ্যে দেখতে চান তাহলে ঠিক আছে।’
স্পেনকে শেষবার যখন পর্তুগাল হারিয়েছিল তখন ইয়ামালের বয়স ছিল মাত্র দুই বছর। রোনালদো তখন টগবগে তরুণ, ২০১০ সালে প্রীতি ম্যাচে স্পেনকে ৪–০ গোলে হারিয়েছিল। এরপর অবশ্য অনেকটা সময় বয়ে গেছে। মিউনিখের সংবাদ সম্মেলনে ইয়ামালের চুল রং করার কথা বলে নিজেই হেসেছেন।
‘ওর কতই বা বয়স। আমার ছেলের চেয়ে বোধহয় তিন বছরের বড়। এই সময়টাতে ওদেরকে ওদের মতো চলতে দিন। ছেলেটি ভালো খেলছে, তাকে আপনারা চাপ দেবেন না। তাকে তার মতো বেড়ে উঠতে দিন, এটা ফুটবলের স্বার্থেই প্রয়োজন।’
শুধু ইয়ামালকে নিয়েই নয়, স্পেন দলের সঙ্গে পর্তুগালের এই দলটির বয়সের গড় পার্থক্যও চোখে পরার মতো। সেমিফাইনালে পর্তুগালের শুরুর একাদশের গড় বয়স ছিল ২৭ বছর ১৬৪ দিন। যেখানে ফ্রান্সের বিপক্ষে স্পেনের একাদশটির গড় বয়স ছিল ২৫ বছর ৩৪ দিন। রোনালদোর সঙ্গেই ইয়ামালের বয়সের পার্থক্য ২২ বছর ১৬৮ দিন। অনেকের কাছে তাই আজকের ফাইনালটি তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার। যদিও নেশন্স লিগে দারুণ ফর্মে রয়েছে এই তরুণ স্প্যানিশ দলটি। শেষ তেরোটি ম্যাচের একটিতেও হারেনি তারা। সেখানে পর্তুগাল কিন্তু ছয় বছর পর এই আসরের ফাইনালে উঠেছে। তাই স্পেন দলটিকে এই মুহূর্তে বিশ্বসেরা দল মনে করছেন রোনালদো। ‘আপনারা লামিনে ইয়ামালকে নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু আমি স্পেন দলটিকে নিয়ে কিছু বলতে আগ্রহী। তাদের নিকো উইলিয়ামসের মতো খেলোয়াড় আছে। মিড ফিল্ডে পেদ্রির মতো ফর্মে থাকা একজন রয়েছে। তাদের হাতে ফুয়েন্তের মতো দারুণ কোচ রয়েছে। আমি তো মনে করি, এই মুহূর্তে বিশ্বের সেরা দল এই স্পেন।’ ম্যাচের আগেই যেন স্পেনকে চ্যাম্পিয়ন করে দিলেন রোনালদো!
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল প রজন ম র পর ত গ ল ফ ইন ল র বয়স আপন র
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ