বলিউড তারকা আমির খানের মা জিনাত হুসেন ৯১ বছর বয়সে ছেলের সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ছবির পরিচালক আর এস প্রসন্ন আমির খানকে অনুরোধ করেছিলেন, যেন তিনি চরিত্রটি অভিনয় করার জন্য তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। আমির খানের বোন নিখাত খানকেও দেখা যাবে এ ছবিতে।

আমিরের মা জিনাত হুসেন অভিনয় করেছেন ‘সিতারে জমিন পার’ সিনেমায়। ১৩ জুন জিনাত হুসেনের জন্মদিন। তিনি কীভাবে প্রথমবার শুটিং সেটে গিয়েছিলেন, সেই গল্পও বর্ণনা করেছিলেন আমির খান। তিনি বলেন, তাঁর মা কখনো শুটিং করতে দেখেননি; কিন্তু যখন ‘সিতারে জমিন পার’-এর শুটিং চলছিল, তখন লোকেশনে গিয়ে কীভাবে চলচ্চিত্র নির্মাণ করা হয়, তা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় তাঁর টিম ‘হ্যাপি ওয়েডিং সঙের’ শুটিং করছিল।

পরের ঘটনা শোনা যাক আমিরের ভাষ্যেই, ‘প্রসন্ন আমার কাছে এসে বললেন, স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আম্মিজিকে দৃশ্যে আসার জন্য অনুরোধ করতে পারেন? এটি ছবির শেষ গান, এটি একটি বিবাহ উদ্‌যাপনের দৃশ্য।’ প্রসন্ন ব্যাখ্যা করেন, এই গানে আমির খানের মাকে অতিথি হিসেবে স্বাচ্ছন্দ্যে দেখা যাবে। এটি তাঁর জন্য খুব সংবেদনশীল ছিল। কারণ, তিনি সত্যিই একটি চলচ্চিত্রের অংশ হতে চেয়েছিলেন। উত্তরে আমির খান বলেন, ‘আপনি কি পাগল হয়ে গেছেন? আম্মিকে ছবিতে কাজ করতে বলার, শট দেওয়ার সাহস আমার নেই। তিনি খুব জেদি। শুনবেন না। আপনার সময় নষ্ট করবেন না।’

নির্মাতার বারবার অনুরোধে এরপর আমির গিয়ে তাঁর মাকে বলেন, ‘আম্মি, প্রসন্ন অনুরোধ করছেন অতিথি হিসেবে ছবিতে আপনাকে একটু যোগ দিতে। তিনি বললেন, ‘হ্যাঁ, ঠিক আছে। আমি হতবাক হয়ে গেলাম। তাই এভাবেই দু-তিনটি শটের জন্য ছবিতে হাজির হন তিনি। এটিই আমার একমাত্র চলচ্চিত্র, যাতে তিনি অভিনয় করেছেন।’

আরও পড়ুনআমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন০২ মে ২০২৫

ছবিতে আমির খানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র খ ন র প রসন ন র জন য অন র ধ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ