যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের তীব্র বিবাদের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট মুছে ফেলা হয়েছে। এর মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্কের দেওয়া একটি আলোচিত পোস্টও রয়েছে।

ওই পোস্টে মাস্ক দাবি করেছেন, প্রয়াত ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট নথিতে ট্রাম্পের নাম রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ কারণেই এসব নথি এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে এমন অভিযোগ তুলেছিলেন মাস্ক। কিন্তু শনিবার ভোর থেকে মাস্কের এপস্টেইন-সম্পর্কিত পোস্টটি আর দেখা যাচ্ছে না। এক্স ব্যবহারকারীরা পোস্টটির জায়গায় দেখতে পান, ‘দুঃখিত, এই পোস্টটি মুছে ফেলা হয়েছে।’

এটাই মাস্কের মুছে ফেলা একমাত্র পোস্ট নয়। ওই দিনই আরেকটি উসকানিমূলক পোস্টে তিনি ‘হ্যাঁ’ লিখে সমর্থন জানিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, ‘ট্রাম্প অভিশংসিত হওয়া উচিত’ এবং ‘ভ্যান্সকে (ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স) তাঁর জায়গায় আসা উচিত’। তবে সে পোস্টটিও এখন আর এক্স-এ দেখা যাচ্ছে না।

এসব পোস্ট মুছে ফেলার ঘটনাকে অনেকে ট্রাম্প ও মাস্কের মধ্যে চলমান বিরোধ কিছুটা কমে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন।

মাস্কের পোস্টগুলো এমন সময় দেওয়া হয়েছিল, যখন ট্রাম্পও কটাক্ষ করেছেন এবং মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সঙ্গে যুক্ত সরকারি অর্থায়ন ও চুক্তি বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

ট্রাম্প ও ইলন মাস্কের এই বিরোধের সূচনা হয় ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে মাস্ক যখন ক্ষোভ উগরে দেন। বর্তমানে বিলটি সিনেটের বিবেচনায় রয়েছে। টেসলার প্রধান নির্বাহী এই বিলকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করেন। নিজের কোটি অনুসারীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার সিনেটরকে ফোন করুন, কংগ্রেসম্যানকে ফোন করুন; এই বিল আটকে দিন।’

আরও পড়ুনমার্কিন ধনকুবের এপস্টেইন: আত্মহত্যা না খুন?১১ আগস্ট ২০১৯

শুক্রবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি মাস্কের সঙ্গে কথা বলবেন কি না, যিনি কিছুদিন আগেও তাঁর প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র (ডিওজিই) নেতৃত্বে ছিলেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘না, আমার তেমন কোনো পরিকল্পনা নেই; আমি এ নিয়ে ভাবিও না। আমি আসলে এসবে আগ্রহী নই। আমি দেশের কথা ভাবছি, সমস্যা সমাধানের কথা ভাবছি।’

২০১৯ সালে যৌন কেলেঙ্কারির অভিযোগে জেফরি এপস্টেইন গ্রেপ্তার হওয়ার পর ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তাঁর (এপস্টেইনের) সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছিল। গত ১৫ বছরে আমি তাঁর সঙ্গে কথা বলিনি। আমি তাঁর ভক্ত ছিলাম না, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

আরও পড়ুনএপস্টেইনের যৌন কেলেঙ্কারি: নথিতে এবার হিলারি ক্লিনটনের নাম০৭ জানুয়ারি ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ