সিঙ্গাপুরের সঙ্গে আক্রমণাত্মক ফুটবলই খেলবে বাংলাদেশ
Published: 9th, June 2025 GMT
র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর এগিয়ে, তা এমন ভারতও ছিল। শিলংয়ে গিয়ে যদি সেই ভারতের সঙ্গে ভয়ডরহীন ফুটবল খেলতে পারেন হামজারা, তাহলে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে নয় কেন? এমনই মনে করছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। ‘ভারতের বিপক্ষে আমরা যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছি সেটা সিঙ্গাপুরের বিপক্ষেও খেলব। আমাদের অবশ্যই সেরাটা দিতে হবে। অন্য কোনো বিকল্প নেই। আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’
ইন্টারকন্টিনেন্টাল হোটেল সোমবার দুপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী দেখা যায় ক্যাবরেরাকে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবেন হামজারা। কিন্তু মুখে আক্রমণাত্মক ফুটবলের কথা বললেও ক্যাবরেরা সাধারণত ৪–২–৩–১ ফরমেশনের রক্ষণ নির্ভর মাঠ সাজিয়ে থাকেন বেশি।
ভুটানের বিপক্ষেও এই ছকে শুরুর একাদশ বানিয়েছিলেন। সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন শুধু রাকিব হোসেনকে। সিঙ্গাপুরের বিপক্ষে ছক কেমন হবে তা সংগত কারণেই মিডিয়ার সামনে প্রকাশ করেননি। তবে দলে হামজা, ফাহমিদুল, শমিতের মতো বিদেশি লিগে খেলা ফুটবলার থাকলেও পুরোপুরি তৃপ্ত নন কোচ। ‘আমাদের প্রস্তুতি ভালো, গেম প্ল্যানও ভালো। তবে আমাদের ফুটবলের লেবেল আরও উন্নতি করতে হবে। আমাদের সামর্থ্য আছে আক্রমণভাগে ভালো করার। মাঝমাঠও ভালো। দলে যারা আছেন তাদের কোয়ালিটিও আছে। তবে এটাও ঠিক সিঙ্গাপুর কঠিন দল।’
ফিফা র্যাংঙ্কিয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬১, সেখানে বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। ক্যাবরেরার লক্ষ্য এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়া। ২০২৭ সালের এশিয়ান কাপে খেলতে হলে ‘সি’ গ্রুপের শীর্ষ থাকতে হবে। আর সেটা করতে গেলে অবশ্যই ভারত, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ নিয়েই মাঠে নামতে হবে।
‘সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও অল্প সময় প্রস্তুতি নিয়েছি। সবাই অনুশীলনে মনোযোগ দিয়েছে, পরিশ্রম করেছে। এই ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে ভুটানের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলেছি। ওই ম্যাচে জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে। শেষ পর্যন্ত বড় ম্যাচ চলে এসেছে। চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।’
কালকের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে শমিত সোমের। তাকে নিয়েও আশাবাদের কথা শোনান ক্যাবরেরা। ‘অনুশীলনের পর ২৩ জন চূড়ান্ত করেছি। শমিত আমাদের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। ট্যাকটিস, টেকনিক সব কিছুতেই সবার সঙ্গে মিলেছে। প্রথমবার এসেই সে দলে যে প্রভাব রাখছে সেটা খুব ভালো। অন্যদের সঙ্গেও ওর বোঝাপড়া ভালো। তাছাড়া তার সঙ্গে আমি আলাদা করে কথা বলেছি।’ সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটি ম্যাচের অপেক্ষায় আছেন বাংলাদেশ কোচ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল প রস ত ত ক য বর র আম দ র ফ টবল
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ